শনিবার বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মারুট নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক সহ বিশিষ্টরা। সেখানে পাড়ার মানুষের একাধিক সমস্যার কথা শোনেন মন্ত্রী পুলক রায়।
আরও পড়ুনঃ জেনারেল বিভাগে কলেজে ভর্তিতে পড়ুয়াদের অনীহা! কেন কমছে আগ্রহ? কী বলছেন WBCHSE সভাপতি
advertisement
বর্তমানে বিধায়কহীন বড়ঞা বিধানসভা। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুপস্থিতিতে তিনটি বুথের গ্রামের কথা শুনলেন রাজ্যের মন্ত্রী। আগামী দিনে বিভিন্ন গ্রামের কাজ যাতে বাস্তব রূপ পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই উদ্যোগ। এই শিবিরে এসে এলাকার সমস্যা, অসুবিধার কথা জানাতে পারেন স্থানীয়রা। এদিন যেমন বড়ঞার এক শিবিরে উপস্থিত হয়ে এলাকাবাসীর অভাব, অভিযোগ শুনলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।