TRENDING:

বিধায়কহীন বড়ঞায় হাজির রাজ্যের মন্ত্রী! আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শুনলেন এলাকাবাসীর সমস্যা

Last Updated:

Amader Para Amader Samadhan: বর্তমানে বিধায়কহীন বড়ঞা বিধানসভা। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুপস্থিতিতে তিনটি বুথের গ্রামের কথা শুনলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। এদিন পাড়ার মানুষের একাধিক সমস্যা শোনেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই আয়োজিত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেখানে গিয়ে এলাকাবাসী নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। এবার মুর্শিদাবাদের বড়ঞার আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। শুনলেন স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা।
আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মন্ত্রী পুলক রায়
আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মন্ত্রী পুলক রায়
advertisement

শনিবার বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মারুট নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক সহ বিশিষ্টরা। সেখানে পাড়ার মানুষের একাধিক সমস্যার কথা শোনেন মন্ত্রী পুলক রায়।

আরও পড়ুনঃ জেনারেল বিভাগে কলেজে ভর্তিতে পড়ুয়াদের অনীহা! কেন কমছে আগ্রহ? কী বলছেন WBCHSE সভাপতি

advertisement

বর্তমানে বিধায়কহীন বড়ঞা বিধানসভা। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুপস্থিতিতে তিনটি বুথের গ্রামের কথা শুনলেন রাজ্যের মন্ত্রী। আগামী দিনে বিভিন্ন গ্রামের কাজ যাতে বাস্তব রূপ পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই উদ্যোগ। এই শিবিরে এসে এলাকার সমস্যা, অসুবিধার কথা জানাতে পারেন স্থানীয়রা। এদিন যেমন বড়ঞার এক শিবিরে উপস্থিত হয়ে এলাকাবাসীর অভাব, অভিযোগ শুনলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিধায়কহীন বড়ঞায় হাজির রাজ্যের মন্ত্রী! আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শুনলেন এলাকাবাসীর সমস্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল