শ্রবণ শক্তিহীন (মূক ও বধির) শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উন্নতি করার জন্য মিনি সায়েন্স ল্যাবের শুভ উদ্বোধন হল পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির বিশেষ বিদ্যালয়ে। এই ল্যাবটি তৈরি করার জন্য সমর্থন ট্রাস্ট আর্থিক সহায়তা করেছেন। শ্রবণ সংক্রান্ত দিব্যাঙ্গদের বিজ্ঞানে উন্নতিকরণের জন্য সায়েন্স ল্যাবটি করা হয়েছে। ল্যাবে রয়েছে মানব দেহের মডেল সহ প্রাকৃতিক বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের উপর মোট ৪০টি মডেল রয়েছে। এই সায়েন্স ল্যাব স্থাপনের জন্য প্রায় লক্ষাধিক টাকা খরচ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা…! টহলদারি পুলিশ গাড়িতে ধাক্কা ডাম্পারের, উড়ে গিয়ে গাড়ি পড়ল পুকুরে, মুহূর্তে সব শেষ
হোমের এই বিশেষ বিদ্যালয়ে নবম-দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৬০ জন শ্রবণ শক্তিহীন দিব্যাঙ্গ শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা লাভ করতে পারবে। আগামী দিনে এই ল্যাবের মাধ্যমে বিজ্ঞান প্রশিক্ষণ নিয়ে বিজ্ঞান শিক্ষায় উন্নত আনতে পারবে। হোমের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরও একশোর বেশি অন্যান্য দিব্যাঙ্গ শিক্ষার্থী আছে তারাও এই সায়েন্স ল্যাবের মাধ্যমে তাদের বিজ্ঞান শিক্ষার উন্নতির জন্য সুযোগ পাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূক ও বধির শিক্ষার্থীদের জন্য এই সায়েন্স ল্যাব স্থাপনের বিষয়ে, হোমের সম্পাদক জানান, ‘মূক ও বধির শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় যাতে পিছিয়ে না পড়ে সেই দিকেই খেয়াল রাখা হয়েছে। একটি সংগঠনের পক্ষ থেকে এই সায়েন্স ল্যাব এই বিশেষ শিক্ষার্থীদের জন্য স্থাপন করা হয়েছে। আগামী দিনে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় নিজেদের উন্নতি ঘটিয়ে নিজেদের জীবন জীবিকার লড়াইয়ে উন্নীত হতে পারবে।’ তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোমে এই সায়েন্স ল্যাব স্থাপনের পর খুশি হোমের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা।
সৈকত শী