বরখান গাজীর যে মূর্তি রয়েছে সেখানে দেখা যায় তিনি ঘোড়ার উপর চড়ে রয়েছেন। সেজন্য ঘোড়ার সঙ্গে তাঁর যে একটি যোগ রয়েছে তা জানা যায়। মথুরাপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় এই গাজীবাবার পুজো হয়।মথুরাপুরের এই ঘোড়াছুট এবছর ৯৯ বছরে পড়েছে। পরের বছর ধুমধাম করে শতবর্ষের অনুষ্ঠান হবে এমন কথা জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুনবর্ষায় নদীর ভয়ঙ্কর রূপ, গভীর চিন্তায় গ্রামবাসীরা, ভাঙন রোধে কাজ শুরু নিয়েও শুরু আপত্তি
গাজী বাবার অলৌকিক ক্ষমতা সম্পর্কে নানা প্রবাদ প্রচলিত আছে এলাকায়। জীবদ্দশায় অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সে জন্য তাঁর সাথে আছে ঘোড়ার যোগ। আর ঠিক সে কারণেই বরখান গাজীর পুজো উপলক্ষ্যে আয়োজন করা হয় ঘোড়াছুট। আগামী বছর এই ঘোড়াছুট শতবর্ষে পড়লে বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। তখন আরও বেশি লোকসমাগম হবে বলে মনে করছেন সকলে।
নবাব মল্লিক





