TRENDING:

Civic Police Arrested: ফের জালে সিভিক! কোটি টাকার চুল ভর্তি ট্রাক লুঠ করল ফেক পুলিশ, তারপর যা যা হল

Last Updated:

Million Rupees Hair: পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকার চুল সহ ট্রাই হাইজ্যাক, সিভিক ভলান্টিয়ারের গুদামে লুট করা চুল মজুদ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ তিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকার চুল সহ ট্রাই হাইজ্যাক, সিভিক ভলান্টিয়ারের গুদামে লুট করা চুল মজুদ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ তিন৷  পুলিশ পরিচয় দিয়ে নাকাশিপাড়া থানার ভোলাডাঙ্গায় চুল বোঝাই ট্রাক হাইজ্যাকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ডাকাতির ঘটনায় প্রায় ১,৫০০ কেজি চুল লুট করা হয়েছে বলে অভিযোগ, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারসহ তিনজনকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ, ধৃতরা হলো সিভিক ভলান্টিয়ার মোসারফ হালসানা, ঘটনার মূল চক্রী হাসিবুল শেখ ও ইঞ্জিন ভ্যানের চালক চাইরুদ্দিন শেখ।
 পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকার চুল সহ ট্রাই হাইজ্যাক, সিভিক ভলান্টিয়ারের Photo- Representative (Meta AI)
পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকার চুল সহ ট্রাই হাইজ্যাক, সিভিক ভলান্টিয়ারের Photo- Representative (Meta AI)
advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার সময় হাওড়া স্টেশন থেকে একটি ট্রাক ছাড়ে, যাতে ২৯ বস্তা মাথার চুল (প্রতি বস্তায় ৫০ কেজি) এবং ১৭ বস্তা ভাঙা মোবাইল ফোন ছিল। চুলের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। ট্রাকটি বেলডাঙ্গার দিকে আসার পথে ভোররাতে নাকাশিপাড়া থানা এলাকায় একটি ছোট গাড়ি পথ আটকে দাঁড়ায়। পুলিশ পরিচয় দিয়ে ওই গাড়িতে থাকা ব্যক্তিরা ট্রাক চালককে তাদের চাপিয়ে নিয়ে যায়। শান্তিপুর এলাকায় তাকে নামিয়ে দেয়। এরপর ওই ট্রাক চালক মালিককে বিষয়টি জানান। ইতিমধ্যে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে ভোলাডাঙা এলাকায় একটি ইটভাটার কাছে নিয়ে যায়। সেখানে থেকে গাড়ি থেকে চুল ও ভাঙা মোবাইলের বস্তা নামিয়ে একটি ইঞ্জিন ভ্যানে চাপিয়ে সিভিক ভলান্টিয়ার মোসারফের গোডাউনে রাখা হয়।

advertisement

আরও পড়ুন – USA India Russia: ভয়ের ব্যবসার সেরা খিলাড়ি ট্রাম্প, রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে ফের মারলেন ‘সপাটে চড়’, ভারতকে ট্যারিফ বাড়ানোয় ক্ষতি হবে রাশিয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

অপরদিকে ট্রাক চালকের কাছে থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে নাকাশিপাড়া থানার পুলিশ। ট্রাকে লাগানো জিপিএস ট্র্যাকারের মাধ্যমে পুলিশ জানতে পারে নাকাশিপাড়া ও ধুবুলিয়া থানার সীমান্ত ভোলাডাঙ্গায় একটি ইটভাটার কাছে ট্রাকটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রে পুলিশ জানতে পারে এই ঘটনায় মূল চক্রী হাসিবুল শেখ এবং ধৃত সিভিক ভলান্টিয়ার মোসারফ হালসানার গুদামে লুট করা বিপুল পরিমাণ চুল মজুত রাখা হয়েছে। এরপরই তাদের গ্রেফতার করা হয়। তবে এখনো সেই লুটের মাল উদ্ধার করা যায়নি। পুলিশের ধারণা, এই ঘটনায় বড় একটি চক্র সক্রিয় এবং এই তিনজন ছাড়াও আরো অনেকে জড়িত আছে। তাদের খোঁজেও তল্লাশি চলছে।

advertisement

Samir Rudra

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Police Arrested: ফের জালে সিভিক! কোটি টাকার চুল ভর্তি ট্রাক লুঠ করল ফেক পুলিশ, তারপর যা যা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল