TRENDING:

Migratory Birds: শীত পড়তেই হাজির তারা,সুন্দরবনে পরিযায়ী পাখির ভিড়

Last Updated:

মদন টাক, স্যাংকল, হাঁস পাখি, সাদা বক, কুনো বক, কাকপাখি, ডুবুরি, মাছরাঙা, বাটাং, পানিকৌড়ি, বেকচো, ধাড়বক, কাকবক-সহ বিভিন্ন প্রজাতির পাখিরামেছোভেড়ি-সহ বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই ভিড় জমায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : শীত পড়তেই খাবারের সন্ধানে সুন্দরবন এলাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা। প্রতিবছর শীত পড়তেই দেখা মেলে, এলাকার মানুষের কাছে প্রত্যেক বছর অতিথি হয়ে আসে ওরা। পরিযায়ী পাখি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে মেছো ভেড়ি, বিভিন্ন জলাশয় রয়েছে। সেখানে মাছ চাষ করা হয় আর শীত পড়তেই দলে দলে ভিড় জমায় পরিযায়ী পাখিরা।
advertisement

মদন টাক, স্যাংকল, হাঁস পাখি, সাদা বক, কুনো বক, কাকপাখি, ডুবুরি, মাছরাঙা, বাটাং, পানিকৌড়ি, বেকচো, ধাড়বক, কাকবক-সহ বিভিন্ন প্রজাতির পাখিরামেছোভেড়ি-সহ বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই ভিড় জমায়। খাবারের সন্ধানেই সুদূর সাইবেরিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান, এবং মায়ানমার থেকেও বাংলায় ভিড় জমায় পাখিরা। স্থানীয়দের কথায়, পরিযায়ী পাখিরা আসলে তাদের ভাললাগে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই পাখিদের বিরাট ভূমিকা রয়েছে।

advertisement

স্থানীয়দের অভিযোগ, মেছো ভেড়ি-সহ সব জলাশয়গুলিতে মাছ চাষের সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, ফলে ইদানীং কমছে পরিযায়ী পাখিদের আনাগোনা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migratory Birds: শীত পড়তেই হাজির তারা,সুন্দরবনে পরিযায়ী পাখির ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল