আরও পড়ুন: শীতে পিকনিক স্পট খুঁজছেন? কলকাতার কাছেই রয়েছে এই জায়গা! জানুন
মদন টাক, স্যাংকল, হাঁস পাখি, সাদা বক, কুনো বক, পানিকৌড়ি, বেকচো সহ বিভিন্ন প্রজাতির পাখিরা এই সকল মেছোভেড়ি সহ বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই তারা ভিড় জমায়। খাবারের সন্ধানেই তাঁরা সুদূর সাইবেরিয়া সহ, পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান, এবং মায়ানমার থেকেও, এ দেশে এসে ভিড় জমায়। আর প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন, পরিযায়ী পাখিরা আসলে তাদের ভালো লাগে, এবং এই সকল পরিযায়ী পাখিরা, পরিবেশের পক্ষে অনেকটাই উপকারে আসে। অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তাদের অনেকটাই ভূমিকা রয়েছে এই সকল পরিযায়ী পাখিদের। সুতরাং পরিবেশ বাঁচাতে গেলে তাদেরকেও প্রয়োজন পড়বে।
advertisement
সুন্দরবনবাসীর অভিযোগ মেছো ভেড়ি সহ যে সকল জলাশয় গুলি রয়েছে, সেখানে মৎস্য চাষের সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, সে কারণে আসা বন্ধ করে দিচ্ছে এই সকল পরিযায়ী পাখিরা, আর এবছর পাখির ভিড় কম থাকায় রীতিমত মুখ ভার সুন্দরবনবাসীর। তাঁরা চাইছেন আবারও আগের মত পরিযায়ী পাখিরা এসে ভিড় জমাক তাদের এলাকায়। কবে সচেতন হবে মানুষ কবে দুষণমুক্ত হবে পৃথিবী, আবারও পরিযায়ী পাখিদের ভিড় জমবে সেই আগের মত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নাকি আস্তে আস্তে সম্পূর্ণ আসা বন্ধ করে দেবেএই সকল পরিযায়ী পাখিরা।
জুলফিকার মোল্যা