TRENDING:

North 24 Parganas News: ভিনরাজ্যে বিপদে পরিযায়ী শ্রমিক? একটা ফোন করলেই...! বিরাট পদক্ষেপ বসিরহাট জেলা পুলিশের

Last Updated:

North 24 Parganas News: এই নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যেকোনো সময় যোগাযোগ করা যাবে। সমস্যা জানানোর পাশাপাশি তথ্য, অভিযোগ বা সহায়তা চাওয়া যাবে দ্রুত এবং সরাসরি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: ভিনরাজ্যে বিপদে পরিযায়ী শ্রমিক! এক ফোনেই পাশে বসিরহাট জেলা পুলিশ। ভিন রাজ্যে পাড়ি দিয়ে কাজের খোঁজে বের হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা। অনেক সময় ভিন রাজ্যে কাজে গিয়ে অনেক পরিযায়ী শ্রমিককে হতে হয় হেনস্থার শিকার।
ছবি প্রতীকী 
ছবি প্রতীকী 
advertisement

আবার বাংলা ভাষায় কথা বলার জন্য অনেক সময় ভুল বোঝাবুঝি, এমনকি বাংলাদেশের নাগরিক সন্দেহে অযথা হয়রানির শিকার হন বহু শ্রমিক। ঠিক এই প্রেক্ষাপটে পরিযায়ী শ্রমিকদের যেকোনও সমস্যা, হয়রানি কিংবা তথ্য জানাতে চালু হয়েছে (২৪x৭) বিশেষ হেল্পলাইন নম্বর ।

আরও পড়ুন-কফিনে শেষ পেরেক পুঁতেছিলেন ‘ইনি’, তারপরই ভাঙন…! অভিষেক-করিশ্মার বিচ্ছেদের আসল ‘খলনায়ক’ কে? পরিচয় জানলে ঘৃণা হবে

advertisement

হেল্পলাইন নম্বর (হোয়াটসঅ্যাপ সহ) ৯১৪৭৮৮৮১৮৫। এই নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যেকোনও সময় যোগাযোগ করা যাবে। সমস্যা জানানোর পাশাপাশি তথ্য, অভিযোগ বা সহায়তা চাওয়া যাবে দ্রুত এবং সরাসরি। বসিরহাট পুলিশ জেলা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই হেল্পলাইন নম্বরটি প্রচার করেছে। উদ্যোগটির মূল লক্ষ্য—দূর রাজ্যে নিঃসঙ্গভাবে কাজ করা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং যেকোনও সঙ্কট মুহূর্তে নির্ভরযোগ্য সহায়তা পৌঁছে দেওয়া। এই হেল্পলাইন নম্বরটির অন্যতম বৈশিষ্ট্য হল—এটি হোয়াটসঅ্যাপেও সক্রিয়। ফলে ছবি, অডিও বা লোকেশন পাঠিয়ে দ্রুত তথ্য জানানো বা সাহায্য চাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন-২৪ বছর পর সেই ‘মাহেন্দ্রক্ষণ’…! শ্রাবণ মাসে বিরল রাজযোগ, ৪ রাশিকে সোনায় মুড়ে দেবেন দেবাদিদেব মহাদেব, শিবের আশীর্বাদে আয়-উন্নতির ফোঁয়ারা

বসিরহাট জেলা পুলিশ এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করল—’জনগণের পাশে সর্বদা’—এটা শুধু একটি স্লোগান নয়, বরং বাস্তবের প্রতিচ্ছবি। এই হেল্পলাইন শুধু সমস্যার সমাধান নয়, ভরসার প্রতীক হিসেবেও কাজ করছে। ভাষা, অঞ্চল বা আইনগত জটিলতায় যাতে আর কেউ না পড়েন, সেই দিকেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে বসিরহাট জেলা পুলিশ।

advertisement

জুলফিকার মোল্যা 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ভিনরাজ্যে বিপদে পরিযায়ী শ্রমিক? একটা ফোন করলেই...! বিরাট পদক্ষেপ বসিরহাট জেলা পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল