বাংলাদেশি সন্দেহে উত্তরপ্রদেশে আটক মুর্শিদাবাদের ১৮ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে ১৫ জন বহরমপুরের ও বাকি ৩জন শক্তিপুর ও সালারের বাসিন্দা ছিলেন। ভিনরাজ্যে তাঁদের আটকে রাখার খবর পাওয়া মাত্র দুশ্চিন্তায় পড়ে পরিবার। চরম উৎকণ্ঠায় তাঁরা বিধায়ক হুমায়ুন কবীরের দ্বারস্থ হন। তাঁকে সবটা জানান।
আরও পড়ুনঃ মন্দির থেকে গোপাল, রাধাকৃষ্ণের মূর্তি চুরি! ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ, কে জড়িত ছিল জানেন?
advertisement
এরপরেই জেলা পুলিশের তৎপরতায় উত্তরপ্রদেশে আটক শ্রমিকদের যাবতীয় পরিচয়পত্রের নথি পাঠানো হলে তাঁরা ভারতীয় প্রমাণিত হন। এরপর তাঁদের মুক্তি দেওয়া হয়। প্রত্যেক শ্রমিকের বাড়ি ফিরে আসার ব্যবস্থা করা হয়। ছাড়া পেয়ে স্বস্তিতে সকলে।
অন্যদিকে এই বিষয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যন্ত নিপীড়িত হতে হচ্ছে। ছাব্বিশের বিধানসভা ভোট পর্যন্ত বাংলার বাইরে শ্রমিকদের এইভাবেই হেনস্থা হতে হবে। বিজেপি পরাজয়ের মুখ দেখলেই এই সব কাজ বন্ধ করবে।