জানা যায়, সংসার চালানোর জন্য মা বাবা ছেলে মেয়ের মুখে দু’বেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিল ভিন রাজ্য হাসান শেখ , রাহুল শেখ, কাইফ শেখরা। গত কয়েক মাস আগে উত্তর প্রদেশে কাজ করতে গিয়েছিল, আজকে কাজ করে ঘরে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সঙ্গে দুর্ঘটনায় তিনজন শ্রমিক প্রাণ হারান। নিহত খবর আসতেই পরিবারের আত্মীয়-স্বজন বাবা-মা পাড়া-প্রতিবেশী ভাই বোন সবাই শোকাহত এই ঘটনায়। হাসান শেখ , রাহুল শেখ, কাইফ শেখ, আনুমানিক তাদের বয়স ২৩-২৪ বছর। তারা সকলেই রানীতলা থানার খড়িবোনা চাঁদপুর গ্রামের বাসিন্দা।
advertisement
আরও পড়ুন: দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই টানা চলবে তুমুল ঝড়-বৃষ্টি! কোথায় জারি হল কমলা সতর্কতা? জানুন
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খড়িবুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি। নিহত পরিবারের লোকের সঙ্গে কথা বললেন তাদের পাশে দাঁড়ালেন তাদের সমবেদনা জানালেন এবং সব সময় আপনাদের পাশে আছি এই আশ্বাস দেন তিনি। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেই তারা কাজে যোগদান করেছিলেন। তারা যা বেতন পেতেন তা দিয়েই ভালোভাবে চলছিল সংসার। কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ যেতেই আগামী দিনে কিভাবে আর সংসার চালানো হবে তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। তিনজনের দেহ ফিরে আসার অপেক্ষায় এখন দিন গুনছেন মৃতের পরিবারের সদস্যরা ।
কৌশিক অধিকারী