স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে প্রায় ১০-১২ জন যুবকের সঙ্গে ওয়াহিদ কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুতে যায়। সেখানে গিয়ে তারা নানা সমস্যায় পড়েন। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়ে ব্যাগপত্র কেড়ে নেয় এবং মারধরও করে। এরপর টাকার অভাবে বাড়ি ফেরার ট্রেনের টিকিট কাটতে পারেনি তারা। প্রশাসনের তরফে টিকিটের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
advertisement
আরও পড়ুন: রাত পোহালেই সুখবর, কাল থেকে কোন কোন জিনিসের দাম কতটা কমবে? দেখে নিন তালিকা
পরবর্তীতে ওয়াহিদ ধার করে টিকিট কেটে বাড়ি ফেরে। ১৮ সেপ্টেম্বর বাড়ি ফেরার পর থেকেই সে মানসিক অবসাদে ভুগতে থাকে। পরিবারের দাবি, অনেকের কাছে টাকা ধার করায় শোধ দেওয়ার চিন্তায় আরও ভেঙে পড়ে ওয়াহিদ। অবশেষে ২০ সেপ্টেম্বর দুপুরে বাড়ির ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। তার মা প্রথমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছেলেকে।
সহকর্মীরা জানিয়েছেন, তামিলনাড়ুর ঘটনাস্থল থেকে পালিয়ে আসার পরই ওয়াহিদ ভীষণ চাপে পড়ে। তারা তিনদিন পরে ফিরলে জানতে পারেন যে, সে ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।