স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শাহিন আলম (২৫)। বাড়ি সুতির রমাকান্তপুর খরিবোনার গ্রামে। মাস খানেক আগে রাজমিস্ত্রির কাজে উড়িষ্যায় গিয়েছিলেন তিনি। মঙ্গলবার কাজ বন্ধ থাকায় বিকেলে কয়েকজন সহকর্মীর সঙ্গে বেড়াতে যান স্থানীয় এক পাহাড়ি নদীর ধারে। সেখানেই ছবি তুলতে গিয়ে আচমকা নদীর স্রোতে ভেসে যান শাহিন। সহকর্মীরা প্রাণপণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি।
advertisement
নবমীর সকাল ঢাকল বিষাদে! বৃষ্টিতেই ‘সর্বনাশ’? পুজো মণ্ডপে বিরাট বিপর্যয়! দেখলে কেঁপে উঠবেন
খবর পেয়ে উড়িষ্যা প্রশাসন উদ্ধারকাজ শুরু করলেও এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। শাহিনের মৃতদেহ উদ্ধারের দাবিতে পরিবারের তরফে উড়িষ্যা পুলিশ প্রশাসনের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পুলিশেরও হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শুরু হয়েছে কান্নার রোল। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবার-পরিজনেরা।