জুলাই মাসের ২২ তারিখে রাজস্থানে পৌঁছয় ২৩ তারিখে ফোন করে পরিবারের সঙ্গে শেষ কথা।
নিখোঁজ ব্যক্তির নাম শ্রীমন্ত মাল (৪২)। রাজস্থানে রান্নার কাজ করতে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের শ্রমিক। শ্রীমন্ত মাল নামে বছর ৪২-এর ওই শ্রমিক দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির ছাতিমতলা বাগদিপাড়ার বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: নীচে ফুঁসছে তিস্তা, আচমকা তিস্তা-তোর্সার চেন টেনে জল্পেশযাত্রীরা এ কী করলেন? পুলিশ ধরল ৮ জনকে
দুর্গাপুরের তামলার বাসিন্দা কাশী সিং নামে এক ব্যক্তির সঙ্গে রাজস্থানে রান্নার কাজে গিয়েছিলেন শ্রীমন্ত মাল। গত মাসের ২৩ তারিখ বাড়িতে ফোন করে তিনি বলেন, বাড়িতে ফিরছেন কাজ পছন্দ না হওয়ায়। কিন্তু বাড়িতে আর ফেরেননি শ্রীমন্ত।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর ফাঁড়ির পুলিশ শ্রীমন্ত মালের বাড়িতে আসে। কথা বলে পরিবারের সঙ্গে। রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
অর্পণ চক্রবর্তী