বয়সের কারণে এর আগে অনেক সময়ই ভোটদান থেকে বিরত থেকেছেন অথবা নিজের ভোট অন্যজন দিয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই সব ভোটাররাই এ বার বাড়িতে থেকে নিজের ভোট নিজেরা দিলেন। বাড়িতে বসেই নিজের ভোট নিজে দিলেন প্রবীণ ভোটাররা। তবে এ ধরণের ভোটদান এর আগে মানুষ কখনও দেখেননি।
advertisement
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, আজ নতুন সিস্টেমে ভোট দিয়েছেন নন্দীগ্রামের বহু মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনে, কমিশনের তরফে ৮০ বছরের উর্দ্ধে বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের জন্য বাড়িতেই ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। যার কারনে খুশি প্রবীণ নাগরিকরা। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট রয়েছে। তার আগেই নির্বাচন কমিশনের তরফে পোস্টাল ব্যালটে প্রবীণ নাগরিকদের এই ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। আজ শনিবারই নন্দীগ্রামে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। বয়স্ক মানুষজন নিজেদের বাড়িতে থেকেই ভোট দিয়ে বেজায় খুশি।
বাড়িতে বসে ভোট দেওয়ার অভিজ্ঞতা যেমন প্রথম, তেমনই নির্ঝঞ্ঝাটে বাড়িতে বসে ভোট দিতে পেরে নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন বর্ষীয়ান নাগরিকরা।
Sujit Bhowmik