রবিবার ঝাড়গ্রাম (Jhargram) সবজি বাজারে গিয়ে দেখা গেল আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০। টাকা দরে।পিয়াঁজ এর দাম প্রতি কেজি ৫০টাকা,ক্যাপসিকাম ২০০ টাকা,ধনেপাতা ৪০০ টাকা, টমেটো ১০০ টাকা,ঝিঙে ৭০টাকা,লাউ ৪০টাকা,উচ্ছে ৫০টাকা।এভাবেই প্রতিটি সবজির দাম বেড়েই চলছে।যার ফলে বাজারে গিয়ে বাজার না করেই অনেকেই খালি ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়ি ফিরে যাচ্ছেন।বাজারে গিয়ে সবজি কেনার সাধ থাকলে ও সবজির দাম বেশি (Vegetable Price Hike) হওয়ায় অনেকেই সবজি না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন।সবজির দাম বেশি হওয়ায় তাই সমস্যায় পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষদের।
advertisement
আরও পড়ুন - ICC T20 World Cup: Hardik টিকিট দেয় না, Pant-ও ব্লক করেছেন, তবুও Ind vs Pak গ্যালারিতে Urvashi Rautela
আলু - ২০ টাকা কেজি।
পেয়াজ -৫০ টাকা কেজি।
লাউ - ৪০ টাকা কেজি।
গাজর- ৬০ টাকা কেজি।
কুমড়ো - ২০ টাকা কেজি।
কুন্দরী - ৪০ টাকা কেজি।
ঝিঙা -৭০ টাকা কেজি।
কেপসিক্যাম -২০০ টাকা কেজি।
ধনেপাতা - ৪০০ টাকা কেজি।
লঙ্কা - ৮০ টাকা কেজি।
ওল- ৩০ টাকা কেজি।
ফুলকপি -৩০ টাকা কেজি।
মুরগি মাংস ২০০ টাকা কেজি