এবারের ভোটে একাধিক প্রার্থী রয়েছেন যাঁরা সংস্কৃতি জগতের৷ তৃণমূল, বিজেপ, সংযুক্ত মোর্চা সব পক্ষেরই একাধিক তারকা প্রার্থী রয়েছে৷ চেনা জনপ্রিয় মুখ, তাই তাঁদের নিয়ে বাড়তি আকর্ষণ রয়েছে সাধারণ মানুষেরও৷ রাস্তায় নেমে মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন তারকা প্রার্থীরা৷ তাঁদের সামনে থেকে পেয়ে খুবই আবেগপ্রবণ হচ্ছেন সাধারণ মানুষ৷ মানুষের জন্য কাজ করবেন, সব তারকা প্রার্থীর মুখে ঘুরে ফিরে উঠে আসছে একই কথা৷
advertisement
এবার ভোটে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দিয়েছে প্রতিটি দল৷ সাধারণের কাছে পৌঁছতে ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করেছেন প্রার্থীরা৷ জঙ্গলমহল নিয়ে অভিনব প্রচার তৃণমূল কংগ্রেসের। দিন কয়েক আগেই কার্টুন-সম্বলিত ভিডিও বানিয়ে চমকে দিয়েছে শাসক দল। এমনকি এসেছে সুপার মারিও ভিডিও গেমের আদলে একটি ভিডিও। এবার এল ফাইটার দিদি পার্ট টু। সোশ্যাল মিডিয়ায় ,এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা। সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল। আর এই লড়াইয়ে জোর দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়ের ডিজিটাল টিম। জঙ্গলমহলের চার জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের আসনগুলিই এই নির্বাচনের সবচেয়ে হটসিট। এখানে সরাসরি পেশিশক্তির লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে। সেই কারণেই ক্ষণে ক্ষণে রণকৌশলে চমক।
এছাড়া তো মঞ্চ কাঁপানো তৃণমূলের খেলা হবে স্লোগান, সঙ্গে পাল্টা বিজেপির স্লোগানে জমে উঠেছে বাংলার ভোট যুদ্ধ৷