শুভেন্দুর সংযোজন, 'ভারত বিরোধী ওরা। আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমার বলার পর কেন্দ্রীয় বাহিনী অনেক জায়গায় গিয়েছে। পরিবর্তনের ভোট হচ্ছে বাংলায়। মানুষের লম্বা লাইন বলে দিচ্ছে, পরিবর্তন আসছেই।'
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বীরভূমের নানুরের দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করে তৃণমূল নেতা শেখ আলম বলেছিলেন, 'ভারতের ৩০ শতাংশ মানুষকে একদিকে আনতে পারলে চার-চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে। আমরা ভারতে যত মুসলিম আছি, সংখ্যালঘু আছি, তাঁদের যদি একদিকে করা হয়, তাহলে চার-চারটি পাকিস্তান হবে। তখন কোথায় যাবে এই ৭০ শতাংশ? আপনারা বলতে পারেন, যারা হিন্দু-মুসলিমে ভাগ করে, মন্দির-মসজিদ করে, তারা বলছে সোনার বাংলা গড়বে। আপনাদের দিয়ে সোনার বাংলা গড়তে না পারে, তাহলে কী দিয়ে সোনার বাংলা গড়বে?’ তৃণমূল নেতার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও পাকিস্তান তত্ত্ব আরও জোরাল করেন শুভেন্দু। বলেন, 'তৃণমূল দেশবিরোধী দল। বালাকোট এয়ারস্ট্রাইকের পর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, আপনারা দেখে নিন পুরনো রেকর্ড। বাংলাদেশের স্লোগান এখানে বলছেন। গত লোকসভা ভোটে বাংলাদেশি তারকাকে নিয়ে প্রচার করেছিল।'
advertisement
শুধু তাই নয়, বারবার শুভেন্দু পাকিস্তানি তত্ত্বই সামনে আনছেন। হিন্দু-মুসলিম ভোটভাগের অঙ্কেই যে তিনি বারবার একথা বলছেন, তা নিয়ে নিঃসংশয় রাজনৈতিক মহল। কখনও তিনি বলছেন তৃণমূল ফিরলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে, কখনও বলছেন বাংলাদেশ হয়ে যাবে। আর এবার ভোটের অশান্তিতেও সেই পাকিস্তানি তত্ত্ব নিয়েই হাজির হলেন শুভেন্দু।