প্রসঙ্গত, তৃণমূল যখন মমতার জন্য 'বাংলা নিজের মেয়েকেই চায়' বলে গোটা রাজ্যে প্রচারে নেমেছে, শুভেন্দু সেখানে নিজেকে নন্দীগ্রামে 'ঘরের ছেলে' বলে নিজেকে দেখানোর চেষ্টা করছেন। যদিও নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তাঁকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। আর তখনই তিনি বলে উঠেছেন, 'নন্দীগ্রামে ঝামেলা করছেন পাকিস্তানিরা', আবার কখনও বলেছেন, তৃণমূল ফিরলে বাংলা কাশ্মীর বা বাংলাদেশ হয়ে যাবে।
advertisement
যদিও নন্দীগ্রাম গণহত্যায় মমতার আক্রমণের মুখে পড়ে শুভেন্দু গোটা বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেছেন। তাঁর কথায়, 'উনি যা বলেন, সব মিথ্যা কথা। ওনার কাছে এখন লোকে কাজ চাইছে, কাজ নেই। শিল্প চাইছে, শিল্প নেই। এসব কথা বলে এখন লাভ নেই। মানুষ ওনাকে বিশ্বাসই করে না।'
একইসঙ্গে শুভেন্দুর দাবি, 'অমিত শাহ কমসম করে বলেছেন ৩০-এ ২৬ পাবেন। আমি বলছি, প্রথম দফার ভোটের ৩০ আসনের ৩০টিই আমরা পাব। মানুষ তোষনের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। আমাদের লক্ষ্যই হল, সবকা সাথ-সবকা বিকাশ। মানুষ সেই বিকাশের স্বার্থেই ভোট দিয়েছেন।'