শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সেবায়তন বিদ্যালয়ের অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। যার ফলে ঝাড়গ্রাম মেদিনীপুর বাস রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে ।ঘটনাস্থলে রয়েছে ঝাড়্গ্রাম থানার পুলিশ। কিন্ত বিদ্যালয়ের কোনও শিক্ষকই ঘটনাস্থলে নেই। বিদ্যালয়ের গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে।
সেবায়তন বিদ্যালয়ে এবার ১৬০ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ১৩০ জন উচ্চ মাধ্যমিক পাশ করেছে। অনুত্তীর্ণ হয়েছে ৩০ জন ছাত্রছাত্রী। তাদের বক্তব্য, "আমাদের কম নম্বর দেওয়ায় আমরা ফেল করেছি। কেউ তো পরীক্ষা দেয়নি। সবাই যদি পাশ করে তবে আমরা কেন ফেল করলাম।"
advertisement
তাই তাদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে অনুত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা। ঝাড়্গ্রাম থানার পুলিশ অবরোধকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করছে। কিন্তু পুলিশের কথা ছাত্রছাত্রীরা না শুনে রাস্তার উপর বসে থেকে পথ অবরোধ শুরু করেছে। যার ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।