TRENDING:

Election in West Bengal: নন্দীগ্রামে এবার 'ফাইটার দিদি', তৃণমূলের অভিনব প্রচার 

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা। সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল। আর এই লড়াইয়ে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল টিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: নন্দীগ্রাম নিয়ে অভিনব প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় কার্টুন ভিডিও বানিয়ে চমকে দিয়েছে শাসক দল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, "যখন অন্যায় দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে এবং কেন্দ্র কন্ঠরোধ করার চেষ্টা করে, তখন একজনই আপনার পাশে এসে দাঁড়ান। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্যে লড়েছেন, লড়ছেন, লড়বেন।"
advertisement

সোশ্যাল মিডিয়ায় জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা। সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল। আর এই লড়াইয়ে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল টিম। নন্দীগ্রাম এই নির্বাচনে হটসিট। যেখানে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সহ দুই বিজেপি নেতার বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা। নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত হয়েছেন এটাই তুলে ধরা হয়েছে এই সোশ্যাল মিডিয়া প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ইতিমধ্যেই অংশ গ্রহণ করেছেন নন্দীগ্রামে গিয়ে। ফের ২৮ তারিখ থেকে তিনি প্রচার সারবেন নন্দীগ্রামে।

advertisement

তৃণমূল কংগ্রেস যে প্রচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নিয়ে এসেছে তার নাম দেওয়া হয়েছে 'ফাইটার দিদি'। যেখানে দেখানো হয়েছে তিনি একা লড়াই চালিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের ব্যাগে ভরে গুজরাত পাঠিয়ে দিচ্ছে স্পিড পোস্টে করে। ভিডিওতে দেখানো হয়েছে, নন্দীগ্রামে বিজেপি অন্ধকার নিয়ে আসছে। গ্যাসের দাম বৃদ্ধি, ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্যবৃদ্ধি তার প্রভাব পড়ছে মানুষের ওপরে। আর তখনই নিজের জ্যোতি ছড়িয়ে নন্দীগ্রামে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর একক দক্ষতায় একা লড়াই করে নন্দীগ্রামে পরাস্ত করছেন প্রতিদ্বন্দ্বীদের। তারপর তাদের একসাথে বস্তায় ভরে স্পিড পোস্টে করে পাঠিয়ে দিচ্ছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডায়মন্ডহারবারে 'রসমতী',আসলে পাবেন গুড়ের পিঠে-পুলি,শীত শেষ হওয়ার আগে আরও একবার মিষ্টিমুখ
আরও দেখুন

এই ভিডিওতে যেমন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। তেমনি দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকেও। ফলে এই ভিডিও সহজেই নজর কেড়েছে। ইতিমধ্যেই কয়েক লাখ ভিউজ হয়েছে। শেয়ার হয়েছে কয়েক লাখ। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগামী রবিবার থেকে লাগাতার প্রচার চালাবেন নন্দীগ্রামে। আজ, মঙ্গলবার, থেকে সেখানে প্রচার শুরু করে দিয়েছেন তারকারা। আজ প্রচারে থাকবেন দুই তারকা প্রার্থী রাজ ও কৌশানী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Election in West Bengal: নন্দীগ্রামে এবার 'ফাইটার দিদি', তৃণমূলের অভিনব প্রচার 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল