কড়া পাহারায় জেল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তমলুক আদালতে। সেই সময়ে পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেল দুই বন্দি। প্রচণ্ড যানজটের সুযোগ নিয়ে, ওই ভ্যানের জানলার রড বাঁকিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। মঙ্গলবার মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্তদের তমলুক জেলা আদালতে নিয়ে আসা হচ্ছিল। তমলুক শহরের যানজটের মধ্যে পুলিশের গাড়ি আটকে যায়। ওই সময় পুলিশ ভ্যানের পিছন দিকে থাকা দুই মাদক মামলায় অভিযুক্ত হলদিয়া ব্রজলালচকের অনিমেষ বেরা এবং বিশাল দাস গাড়ির রড বেকিয়ে লাফ মারে।
advertisement
পুলিশ ভ্যানে থাকা পুলিশকর্মীরা ওই ব্যক্তিদের পেছনে ধাওয়া করে। তবে, অভিযুক্তরা পালিয়ে যায়। এরপরই তমলুক শহর জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। গত বছর হলদিয়ার ব্রজলালচকের এই দুই ব্যক্তিকে মাদক পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়। তারপর থেকে মামলা চলছে তমলুক জেলা আদালতে। মঙ্গলবার ওই দুই ব্যক্তিকে তমলুক জেলা আদালতে তোলার কথা ছিল।
গোটা ঘটনায় পুলিশের ভূমিকাই প্রশ্নের মুখে পড়ে। খালি হাতে বন্দিরা কী ভাবে জানলার রড বাঁকাল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও শেষ পর্যন্ত ফের দুই বন্দিকে জালে ধরেছেন তদন্তকারীরা।