বুথ জ্যাম করা হচ্ছে, ভটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে অভিযোগে কেশপুরের গুণহারা গ্রামে যান বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনার। অভিযোগ, সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে ধরে ধারাল অস্ত্র, বাঁশ, ইট, লোহার রড দিয়ে হামলা চালানো হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
এ দিকে, বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার আগে বিজেপির নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ‘ভাঙচুর’ করে দুষ্কৃতীরা। সেক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের জন্য আঙুল তুলেছে বিজেপি। তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ দিন বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আসার পরে কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা বলেন, "সবটাই মিথ্যা। সবটাই সাজানো নাটক। ওরা নিজেরাই নিজেদের কর্মীদের খুন করেছে। সন্ত্রাস তৈরি করার জন্য ওরাই এই ঘটনা ঘটাচ্ছে। গত রাতে আমার এক কর্মীকে খুন করেছে। পুরোটাই নাটক করছে। পুরোটাই সাধারণ মানুষের সেন্টমেন্ট পাওয়ার জন্য পরিকল্পনা মাফিক তৈরি করা।"