TRENDING:

উত্তপ্ত নন্দীগ্রামের বয়াল অঞ্চল, অভিযোগ স্থানীয় তৃণমূল সমর্থকদের ভয় দেখাচ্ছে বিজেপি

Last Updated:

শেষ কয়েক ঘণ্টায় অশান্তি দানা বাঁধছে বয়াল এলাকার তৃণমূল সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসায়। অভিযোগের আঙুল বিজেপির দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: গোটা বাংলা মায় গোটা দেশে নজর নন্দীগ্রামে। সেই নন্দীগ্রাম থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসছে নির্বাচনের দিন সকাল থেকেই। শেষ কয়েক ঘণ্টায় অশান্তি দানা বাঁধছে বয়াল এলাকার তৃণমূল সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসায়। অভিযোগের আঙুল বিজেপির দিকে।
advertisement

তৃণমূল সমর্থকদের অভিযোগ, বয়ালের অন্তর্গত ১৩, ১৪, ১৮,১৯,২০ নং বুথে তৃ ণমূল সমর্থকদের বুথে ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ।এমনকি গ্রামে ঢুকে ভোট দিতে না যাওয়ার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। বয়ালের ৬ নং বুথে  শম্ভুনাথ প্রাইমারি হাইস্কুল ও ৭ নং বুথের মক্তব প্রাইমারি স্কুল দীর্ঘক্ষণ দখল করে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ সিআরপিএফ-কে ব্যবহার করে বুথ দখল করছে বিজেপি। পোলিং এজেন্টকেও ঢুকতে দেওয়া হয়নি।  যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি‌।

advertisement

অন্য দিকে বুথের বাইরে জমায়েত নিয়ে এদিন ঝামেলা বাধে গড়চক্রবেড়িয়া অঞ্চলেও। কেন্দ্রীয় বাহিনী গিয়ে দ্রুত বেশ কয়েকটি অবৈধ জমায়েত ভেঙে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আপাতত।

সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা পূর্ব মেদিনীপুরে মোট নয় কেন্দ্রে ভোট পড়েছে ৩৮.২৫ শতাংশ। এর মধ্যে নন্দীগ্রামে ভোট পড়েছে ৩৪ .১২ শতাংশ। এর মধ্যে মহিলা ভোটারদের উপস্থিতি নন্দীগ্রামে লক্ষ্যণীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রথম থেকেই আস্থা রাখছিলেন মহিলা ভোটের উপর, মহিলাদের অংশগ্রহণ কি তারই ইঙ্গিত, জল্পনাটা ঘুরছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই কেন্দ্রের দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী এলাকায় থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। এখনও পর্যন্ত রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার হয়ে ময়দান চষছেন শেখ সুফিয়ানরা। অন্য দিকে কনভয়ে নিয়ে, কখনও প্রার্থীদের বাইকে চেপে নন্দীগ্রামের আনাচকানাচ ঘুরে বেরাচ্ছেন শুভেন্দু অধিকারী নিজেই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তপ্ত নন্দীগ্রামের বয়াল অঞ্চল, অভিযোগ স্থানীয় তৃণমূল সমর্থকদের ভয় দেখাচ্ছে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল