TRENDING:

SingleScreen CinemaHall: কর্মীরা কেউ এখন শ্মশানের ডোম, কেউ টোটোচালক, অতিমারিতে বন্ধ সিনেমাহলকে ঢেকেছে আগাছার জঙ্গল

Last Updated:

আগাছার জঙ্গল গ্রাস করেছে মেদিনীপুরের (Medinipur) একমাত্র প্রেক্ষাগৃহ ‘হরি সিনেমা হল’-কে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর : রিয়ার স্টল ৩০ টাকা, ব্যালকনি ৫০ টাকা, স্পেশাল ৯৫ টাকা ৷ কালোর উপর সাদায় লেখা বোর্ড তিনটে জ্বলজ্বল করছে এখনও ৷ নীচে জানালাগুলি কবে শেষ বার খোলা হয়েছিল, হয়তো মনে নেই তাদের কপাটেরও ৷ ধুলোর প্রলেপ সর্বত্র ৷ আগাছার জঙ্গল গ্রাস করেছে মেদিনীপুরের (Medinipur) একমাত্র প্রেক্ষাগৃহ ‘হরি সিনেমা হল’-কে৷
advertisement

অতিমারির গ্রাসে সর্বত্রই মুখ থুবড়ে পড়েছে গণবিনোদনের অন্যতম কেন্দ্র সিনেমা হল৷ তার মধ্যে সিঙ্গল স্ক্রিন হলগুলির অবস্থা তো তথৈবচ ৷ রাজ্যের অন্য অংশের সঙ্গে মেদিনীপুরের অবস্থাও একইরকম ৷ মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকার হরি সিনেমাহল এখন পরিত্যক্ত ৷ মরচে ধরা লোহার ফটকে ঝুলছে তালা ৷ বর্ষার জলে আগাছায় ঢেকেছে ফটক থেকে হলের দরজা অবধি পায়ে চলা পথ ৷

advertisement

এই প্রেক্ষাগৃহের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় ১০০ টি পরিবার এক বছরের বেশি সময় ধরে বিপাকে ৷ বন্ধ হয়ে পড়ে রয়েছে সিনেমহলের বাইরে সাইকেলস্ট্যান্ড ৷ অস্থায়ী খাবারের দোকানগুলোও আবার কবে বসবে, বা আদৌ বসবে কিনা, কেউ জানে না ৷

advertisement

‘হরি’ সিনেমা হলের সঙ্গে যাঁদের রুটিরুজি জড়িয়ে ছিল, তাঁদের কেউ এখন শ্মশানে ডোমের কাজ করেন ৷ কেউ আবার অন্নসংস্থানের জন্য সংবাদপত্রের হকারি শুরু করে ছেন ৷ পরিবারের মুখের দিকে তাকিয়ে কেউ বসেছেন টোটোচালকের আসনে ৷ কিন্তু অনিশ্চয়তা তাড়া করে বেরিয়েছে সর্বত্র ৷

তাঁরা সকলে চান, কোভিডবিধি মেনে হরি সিনেমা হলটিও খোলা হোক ৷ যেমন ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলছে, তেমন ৫০ শতাংশ দর্শক-সহ আবার রঙিন হোক হরি সিনেমা হলের পর্দা ৷

advertisement

প্রসঙ্গত কোভিডবিধি ও লকডাউন নির্দেশিকা মেনে ৫০ শতাংশ আসনে দর্শক-সহ সিনেমাহলগুলিকে খোলার জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন বা ইম্পা-র তরফে জানানো হয়েছে সিঙ্গল স্ক্রিনগুলি খুলবে কিনা, সে সিদ্ধান্ত তাদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নবীনবরণের মঞ্চেই বড় সুখবর! শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পেল নতুন সেমিনার হল
আরও দেখুন

মেদিনীপুরের একমাত্র সিনেমা হলের সঙ্গে একসময় জড়িয়ে থাকা পরিবারগুলি চান ‘রাখে হরি মারে কে’ প্রবাদ সত্যি হোক তাঁদের ক্ষেত্রেও ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SingleScreen CinemaHall: কর্মীরা কেউ এখন শ্মশানের ডোম, কেউ টোটোচালক, অতিমারিতে বন্ধ সিনেমাহলকে ঢেকেছে আগাছার জঙ্গল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল