আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট৷ তার আগে এ দিন শেষবেলার প্রচারে একাই ঝড় তোলেন মুখ্যমন্ত্রী৷ একদিকে যখন শুভেন্দু অধিকারীর হয়ে রোড শো করেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তীরা, তখন হুইলচেয়ারে বসেই ভাঙাবেড়া থেকে সোনাচূ়ড়া পর্যন্ত প্রথমে রোড শো করেন তৃণমূলনেত্রী৷ এর পর তিনটি জনসভা করেন তিনি৷ টেঙ্গুয়ার সভাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন মুথ্যমন্ত্রী৷ তার পরই তাঁকে সাহায্য়ে এগিয়ে আসেন মঞ্চে উপস্থিত অন্যান্য়রা৷ মমতাকে উঠে দাঁড়াতে সাহায্য করতে দেখা যায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে৷ যদিও তাঁকে সাহায্য না করে হাত জোড় করে যথাযথ ভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য় তাঁর এক সহকর্মীকে নির্দেশ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'হাত জোড় করে জাতীয় সঙ্গীত গাও৷ আমি ঠেস দিয়ে আছি, পড়ব না৷' এর পর এক পায়ে হুইলচেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়েই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে গলা মেলান দলীয় নেতা- কর্মীরা৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের আঘাত নিয়ে প্রথম থেকেই বিরোধী দলের বেশ কয়েকজন নেতা কটাক্ষ করেছেন৷ সোমবারও মমতার পায়ের চোট আদৌ কতটা গুরুতর, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী অবশ্য বার বারই বোঝানোর চেষ্টা করেছেন, পায়ের ব্যথায় কতখানি কষ্ট পাচ্ছেন তিনি৷ তিনি আরও বলেছেন, মানুষের স্বার্থেই এভাবে পায়ে প্লাস্টার নিয়ে প্রচারে বেরোতে বাধ্য হয়েছেন তিনি৷