এ দিন সকাল থেকেই বয়ালের গ্রামবাসীরা অভিযোগ করছিলেন বহিরাগতরা তাঁদের ভোট দিতে দিচ্ছে না। বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ারও অভিযোগ জানাতে থাকে তৃণমূল কর্মীরা। বিশেষত বয়ালের ৬ এবং ৭ নং বুথে এজেন্ট বসতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অনেকে আঙুল তোলেন। শাসানো হয়েছে বলেও জানান তাঁরা।
এই সব অভিযোগ যাচাই করতে মমতা বুথে পৌঁছলে দেখা যায় বাইরে ১০০ মিটারের মধ্যে যুদ্ধপরিস্থিতি তৈরি হয়ে যায়। চার দিক থেকে বহু লোক জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকে, তারা কি এলাকার মানুষ নাকি বহিরাগত তা নিয়ে প্রশ্ন উঠে যায়। ইঁট, বাঁশ হাতে জমায়েত করতে দেখা দুপক্ষকেই। উল্লেখ্য বিক্ষুব্ধ দুপক্ষই একে অন্যকে বহিরাগত বলে দাবি করতে থাকেন। পরিস্থিতি কার্যত বেনজির হয়ে ওঠে। পুলিশ মানুষকে বোঝাতে শুরু করে।
advertisement
কিন্তু প্রশাসনের শীর্ষমুখ যখন বুথে তখন প্রায় ৪০ মিনিট এই অশান্তি কী করে চলে তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনও মনে করা হচ্ছে, পুলিশের অপার্যপ্ততাতেই এই ধরনের ঘটনা ঘটছে।