বিরোধীদের নিশানা করে মমতা বলেন, বিজেপি-সিপিএম-আর একটি নতুন দলের ডিল হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-কেই ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন। এছাড়াও এদিন তিনি দাবি করেছেন, বিজেপি টাকা দিয়ে একটা দলকে পাঠিয়েছে। সংখ্যালঘু ভোট ভাগ করতে টাকা দিয়েছে বিজেপি।
তারপরেই ফের তিনি দাবি করেছেন যে সিপিএম-কে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। আক্রমণাত্বক ভঙ্গিতে মমতা বলছেন, যে সিপিএম, সে-ই বিজেপি। যে কংগ্রেস, সে-ই বিজেপি। সেই চেনা মেজাজেই বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। তিমি বলছেন, বিজেপি বহিরাগত জঘন্য পার্টি। মোদি খুনিদের রাজা, ডাকাতদের জমিদার।
advertisement
এদিন পাথরপ্রতিমার সভা থেকেও আব্বাস সিদ্দিকির দল আইএসএফকে তকোপ দাগেন মমতা। আজ বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক মুখে চারটি সভা রয়েছে তাঁর। অন্য আর একটি সভা থেকে এদিন তিনি বলেন উন্নততর তৃণমূলের কথা। বললেন, এই আট বছরে যা কাজ করেছি, আগামী পাঁচ বছরের তার চেয়ে বেশি কাজ করব। উন্নত থেকে উন্নততর তৃণমূল গড়ব।