TRENDING:

Mamata Banerjee: সংখ্যালঘু ভোট ভাগ করতে টাকা দিয়েছে বিজেপি, নাম না করে আইএসএফকে তোপ মমতার

Last Updated:

চেনা মেজাজেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সিপিএমকেও আক্রমণ করেন তিনি। নাম না করে আইএসএফ-কেও তোপ দাগেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ দিন। কারণ একই দিনে মোট ২৬ টি সভা রয়েছে আজ বাংলায়। এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আবার আজই প্রচার শুরু করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক ভাবে জমজমাট এই দিনে দাঁতনের সভা থেকে বিজেপিকে চেনা মেজাজেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সিপিএমকেও আক্রমণ করেন তিনি। নাম না করে আইএসএফ-কেও তোপ দাগেন তিনি।
advertisement

বিরোধীদের নিশানা করে মমতা বলেন, বিজেপি-সিপিএম-আর একটি নতুন দলের ডিল হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-কেই ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন। এছাড়াও এদিন তিনি দাবি করেছেন, বিজেপি টাকা দিয়ে একটা দলকে পাঠিয়েছে। সংখ্যালঘু ভোট ভাগ করতে টাকা দিয়েছে বিজেপি।

তারপরেই ফের তিনি দাবি করেছেন যে সিপিএম-কে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। আক্রমণাত্বক ভঙ্গিতে মমতা বলছেন, যে সিপিএম, সে-ই বিজেপি। যে কংগ্রেস, সে-ই বিজেপি। সেই চেনা মেজাজেই বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। তিমি বলছেন, বিজেপি বহিরাগত জঘন্য পার্টি। মোদি খুনিদের রাজা, ডাকাতদের জমিদার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

এদিন পাথরপ্রতিমার সভা থেকেও আব্বাস সিদ্দিকির দল আইএসএফকে তকোপ দাগেন মমতা। আজ বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক মুখে চারটি সভা রয়েছে তাঁর। অন্য আর একটি সভা থেকে এদিন তিনি বলেন উন্নততর তৃণমূলের কথা। বললেন, এই আট বছরে যা কাজ করেছি, আগামী পাঁচ বছরের তার চেয়ে বেশি কাজ করব। উন্নত থেকে উন্নততর তৃণমূল গড়ব।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: সংখ্যালঘু ভোট ভাগ করতে টাকা দিয়েছে বিজেপি, নাম না করে আইএসএফকে তোপ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল