TRENDING:

অসুস্থ সন্তানই বিড়ম্বনা! খেঁজুরিতে সন্তানের দেহ প্রকাশ্যে দু'টুকরো করল মা-ই!

Last Updated:

ঘটনায় মৃতার বাবা বিশ্বজিৎ পাত্র ও মাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খেঁজুরিতে সাতসকালে  মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধেই। বুধবারই খেঁজুরির বিদ্যাপীঠ মাছবাজারে মোবাইল দোকানের মধ্যে ক্ষতবিক্ষত সাত বছরের মেয়ের দেহ উদ্ধার করে খেঁজুরি থানার পুলিশ। ঘটনায় মৃতার বাবা বিশ্বজিৎ পাত্র ও  মাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ।
advertisement

সূত্রের খবর বেশ কয়েক বছর  ধরে ব্যবসায়িক কারণে স্ত্রী এবং মেয়েকে নিয়ে বিদ্যাপীঠ অঞ্চলে থাকতেন  বিশ্বজিৎ পাত্র, স্ত্রী সাগরিকা পাত্র ও বছর আটের প্রতিবন্ধী মেয়ে। আজ সকালে হঠাৎ তার মা মেয়ের গলা কেটে দু'খন্ড করে ফেলে। প্রকাশ্যেই এই বীভৎস ঘটনা ঘটে।  দুভাগ হওয়া দেহ দেখে স্থানীয় দোকানদার থেকে গ্রামের বাসিন্দারা স্তম্ভিত হয়ে যান।

advertisement

খবর পেতেই খেঁজুরি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। খেজুরির পূর্ব ভাঙ্গনমারি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ পাত্রের বিদ্যাপীঠ বাসস্ট‍্যান্ডে একটি ইলেকট্রিকের  রিপেয়ারিং এর দোকান রয়েছে। লাগোয়া একটি ঘরে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। আজ সকালে সেখান থেকে তার মেয়ের দু'খন্ড দেহ উদ্ধার হয়।তার নিজের মা'ই গলা কেটে খুন করেছে বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

এলাকাবাসীর অভিযোগ অভিযুক্ত এই মা  মানসিক  সমস্যার শিকার। তার মেয়েও  বিশেষ চাহিদাসম্পন্ন ছিল।  হাঁটাচলা করতে পারত না।  মা  সঙ্গে নিয়েই বেড়াতেন সারাক্ষণ। সেই কারণেই মানসিক অবসাদ ক্রোধের জন্ম দেয়। সেই ক্রোধ থেকেই  হয়তো  মা  খুন করে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অসুস্থ সন্তানই বিড়ম্বনা! খেঁজুরিতে সন্তানের দেহ প্রকাশ্যে দু'টুকরো করল মা-ই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল