TRENDING:

Haldia Waterlogged : দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগ! অশনি সঙ্কেতে প্রমাদ গুনছে শিল্প শহর হলদিয়া...

Last Updated:

Haldia Waterlogged : জলের তলায় হলদিয়ার(Haldia Waterlogged) গোটা টাউনশিপ এলাকা। সারারাত জুড়ে বৃষ্টি চলায় চরম দুর্ভোগে হলদিয়ার বাসিন্দারা(Haldia)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের(Depression) জেরে টানা বৃষ্টি চলছেই দক্ষিণবঙ্গে। বৃষ্টির সঙ্গে সঙ্গে হলদি নদীতে জল বাড়ায় ভয়ঙ্কর অবস্থা হলদিয়ার টাউনশিপ এলাকার। রীতিমতো জলবন্দী ছবি হলদিয়ার টাউনশিপ অঞ্চল জুড়ে। জলের তোড়ে বোঝার উপায় নেই কোনটা ডাঙা আর কোনটা নদী। ডুবছে রাস্তাঘাট। ডুবেছে রাস্তার ওপর থাকা গাড়িও। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। মোবাইল পরিষেবাতেও প্রভাব পড়তে শুরু করেছে। বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকায় দিন কাটাচ্ছেন হলদিয়াবাসী।

advertisement

জল যন্ত্রণার হাত থেকে বাঁচতে তাই নিজেদের জলমগ্ন বাড়ি ছেড়ে হলদিয়ার টাউনশিপ এলাকার বাসিন্দারা মাথা গুঁজলেন উঁচু ফ্ল্যাট বাড়িতে! ঘরের মধ্যে জল ঢুকে পড়ায় বাধ্য হয়েই নিজেদের বাড়ি ছাড়লেন হলদিয়ার টাউনশিপের সেক্টর এইট আবাসনের বাসিন্দারা। চরম এই দুর্ভোগ কাটিয়ে কী ভাবে এবং কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, সেই চিন্তায় উদ্বিগ্ন সকলেই। বৃষ্টির দাপটে বাড়িছাড়া সকলেই সাহায্য চেয়ে কাতর অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের প্রতি।

advertisement

নিম্নচাপের জের। বুধবার রাত থেকেই বৃষ্টিতে ভাসছে গোটা রাজ্য। কখনও কখনও গতি কমলেও থামছে না বৃষ্টি। ফলে কম-বেশি সকলেই ঘরবন্দি। জল যন্ত্রণায় জেরবার কলকাতা (Kolkata)-সহ গোটা বাংলার মানুষ। আগামিকালও বৃষ্টিতে ভাসবে রাজ্য। ৬ জেলায় জারি লাল সতর্কতা।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

শুধু কলকাতাই নয়, কার্যত সব জেলার ছবিটাই এক। এক হাঁটু জল সর্বত্র। হলদিয়া টাউনশিপ এলাকা রীতিমতো জলের নিচে। নিকাশি ব্যবস্থা না থাকায় আটকে জল, সেই কারণে এদিন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন এলাকায় ঘরের ভিতরেও ঢুকে পড়েছে জল। আগামিকালও টানা বৃষ্টি হলে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haldia Waterlogged : দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগ! অশনি সঙ্কেতে প্রমাদ গুনছে শিল্প শহর হলদিয়া...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল