TRENDING:

Midnapore-Flood: বন্যায় মানুষের ভয়াবহ অবস্থা দেখে একী করলেন বিডিও? ভিডিও চমকে দেবে!

Last Updated:

Midnapore-Flood : বিডিও যা করলেন ভাবতেও পারবেন না! শ্রদ্ধায় ভরছে এলাকার মানুষের মন! দেখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নারায়ণগড়: ঘরের ভেতরে প্রায় কোমর সমান জল। বাইরে, রাস্তায় জলের প্রবল স্রোত। মঙ্গলবার নাগাড়ে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। জল থৈ থৈ অবস্থা নারায়ণগড় ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বিভিন্ন জায়গায় ভেঙেছে মাটির ঘর, মাটির বাড়ি ছেড়ে মানুষজন আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী স্কুলে। নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র, কুশবসান, বাখরাবাদ, নারায়ণগড়-সহ একাধিক পঞ্চায়েত এলাকায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ঘরের মধ্যে প্রায় কোমর সমান জল। প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা।
advertisement

আরও পড়ুন: 

বুধবার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করলেন নারায়ণগড়ের বিডিও কৃশানু রায়। সঙ্গে ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দিলবার হোসেন ও রামকৃষ্ণ হাঁসদা। বিভিন্ন ত্রাণ শিবিরের পাশাপাশি হাঁটু সমান জলে নেমে বন্যা দুর্গতদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শন করলেন নারায়ণগড়ের বিডিও, জয়েন্ট বিডিওরা। প্রসঙ্গত নারায়ণগড় ব্লকের বড়মোহনপুর এলাকার একাধিক জায়গায় জল থৈথৈ অবস্থা। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি জলের স্রোত পেরিয়ে দুর্গত মানুষদের কাছে পৌঁছলেন বিডিও।

advertisement

আরও পড়ুন:  বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ডুবল তারকেশ্বর! জলমগ্ন বহু পরিবার! ভয়াবহ

View More

কখনও জল ভেঙে বাইকে চেপে, আবার কখনও প্যান্ট তুলে হেঁটে গ্রামের ভিতর জল পেরিয়ে যেতে দেখা গেল।বিডিওকে কাছে পেয়ে নানান সমস্যার কথা তুলে ধরলেন সাধারণ মানুষ। পাশাপাশি সরকারি আধিকারিককে পাশে পেয়ে নানান ক্ষোভের কথাও জানালেন তারা।সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি দুর্গত মানুষদের এদিন আশ্বাস দেন বিডিও।এছাড়াও এদিন নারায়ণগড় থানার পুলিশের সঙ্গে কুশবসান-সহ নারায়ণগড় ব্লকের বেশ কিছু বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। অফিস কিংবা ব্লকের প্রশাসনিক কাজ সামলানো নয়, সাধারণ মানুষের একদম কাছে পৌঁছে তাদের নানান অভাব অভিযোগ শুনলেন বিডিও। বিডিও এই ভূমিকায় মুগ্ধ সকলেই।

advertisement

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Midnapore-Flood: বন্যায় মানুষের ভয়াবহ অবস্থা দেখে একী করলেন বিডিও? ভিডিও চমকে দেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল