রবিবার কাঁথির 'শান্তিকুঞ্জে'ই ঘরোয়া ভাবে দোল খেলেন দিব্যেন্দু। সেখানেই রং হিসেবে ছিল গেরুয়া আবীর। শিশির অধিকারীর পর দিব্যেন্দুও সেই গেরুয়া আবীর মেখেই উদযাপন করেন দোল। সঙ্গে বলে দেন, 'গেরুয়া তো ত্যাগের রং। তাই এই রং মাখলে তো আপত্তির কিছু নেই।' আর গেরুয়া আবীর মেখে শিশির অধিকারী বলেন, 'বাংলার রং গেরুয়াই হয়ে উঠবে। নিশ্চিত থাকুন, বিজেপিই ক্ষমতায় আসছে। বাংলাকে বাঁচাতে এটাই একমাত্র পথ।'
advertisement
অধিকারী পরিবারকে এখন তৃণমূল 'মীরজাফর', 'গদ্দার' বলে কটাক্ষ করছে। তৃণমূলে এখনও পর্যন্ত থাকা দিব্যেন্দু ইতিমধ্যেই অবশ্য দলের সেই বক্তব্যেরও বিপরীতে দাঁড়িয়েছেন। বলেছেন, '২ মে আসতে দিন, সব স্পষ্ট হয়ে যাবে। মীরজাফর তো ছিল ইতিহাসে। সেই ইতিহাসটা ভালো করে পড়ে দেখতে হবে। নাহলে তো ভুল কথা বলতে হবে।'
মোদ্দা কথা হল, মোদির সভায় না গেলেও দিব্যেন্দুর গন্তব্য যে পদ্মফুলই, তা নিয়ে সন্দেহ নেই তৃণমূল নেতাদেরও। দিব্যেন্দুর একের পর এক মন্তব্য, গেরুয়া আবীরে নিজেকে রাঙিয়ে থেকেই স্পষ্ট, অধিকারী পরিবারের এই সদস্যের পদ্ম-যাত্রা এখন শুধুই সময়ের অপেক্ষা।