TRENDING:

Bharati Ghosh: দুই IPS-এর যুদ্ধ, বিক্ষোভের মুখে ভারতী! ডেবরায় ভোটের হাওয়া কোনদিকে?

Last Updated:

অভিযোগ করেছেন, 'নোয়াপাড়া ২২ নম্বর বুথে পোলিং এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশনে জানিয়েছি। এছাড়াও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডেবরা: কঠিন লড়াই পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। দুই প্রাক্তন আইপিএস-এর লড়াই (West Bengal Assembly Election Phase 2) হচ্ছে সেখানে। তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন হুমায়ুন কবীর আর বিজেপির তরফে ভারতী ঘোষ (Bharati Ghosh)। আর ভোটের দিন নিজের কেন্দ্রে ঘুরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ভারতী ঘোষ। যদিও বিক্ষোভের মুখে পড়ে ভারতী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, 'নোয়াপাড়া ২২ নম্বর বুথে পোলিং এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশনে জানিয়েছি। এছাড়াও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।' যদিও ভারতীর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।
advertisement

অপরদিকে, পশ্চিম মেদিনীপুরেরই ঘাটাল বিধানসভার চকলছুপুর গ্রামে ভয় দেখিয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করলেন সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আবার অশান্ত হয়ে উঠেছে কেশপুর। সেখানকার ১০ নম্বর অঞ্চলের গরবোজপোতায় বিজেপির মহিলা এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়।

advertisement

আবার পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে খবর। খবর পেয়ে তৃনমূল প্রার্থী বুথে গেলে তাঁকেও হুমকি দেওয়া হয়! ময়না বিধানসভার বাকচা অঞ্চলের আড়ংকিয়ারানা এক নম্বর প্রাথমিক বিদ্যালয় ২৪৪ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। তৃণমূল প্রার্থী সংগ্রাম দলোই গেলে হুমকি দেওয়া হয় তাঁকেও। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আবার হলদিয়া বিধানসভার ২০২ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্টর কাছ থেকে কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ শাসক দলের দিকে। কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা রয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bharati Ghosh: দুই IPS-এর যুদ্ধ, বিক্ষোভের মুখে ভারতী! ডেবরায় ভোটের হাওয়া কোনদিকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল