ভোটের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠছিল কেশিয়াড়ি। বেগমপুর এলাকায় বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এরপরই কেশিয়াড়িতে উত্তেজনার মাঝেই আজ সকালে রুট মার্চ করছিল কেন্দ্রীয় বাহিনী।
কিন্তু তাতেও আটকানো যায়নি মৃত্যু। ভোটের দিন সকালেই নিজের বাড়িতেই ওই বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও নিহত ব্যক্তির পরিবার দাবি করেছে, সে কোনও রাজনৈতিক দলের সদস্য ছিল না। তবে গেরুয়া শিবিরের দাবি, নিহত ব্যক্তি বিজেপির সমর্থক। ভোটের কেশিয়াড়িতে অশান্তি ছড়াতে শাসকদল তৃণমূল তাঁকে পিটিয়ে মেরেছে। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির জেলা নেতারা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
advertisement
শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরের জামবনিতে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। এর আগে শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে। যদিও সুশান্ত ঘোষের সেই দাবিও অস্বীকার করেছে শাসক দল।