এরপর প্রিসাইডিং অফিসারও ওই ব্যক্তিকে অন্য পোশাক পরে আসতে বলেন। তাতে ক্ষুব্ধ হন ওই ব্যক্তি। তাঁর কথায়, 'আমার তো এটাই পোশাক। আমি তো এই পোশাকই পরে থাকি। তবে, আমাকে যখন প্রিসাইডিং অফিসার বারণ করেছেন, তখন আমি অন্য পোশাক পরেই বসব।' তবে, নির্বাচনী বিধিতে কোথাও পোশাকের সুনির্দিষ্ট রং নিয়ে কিছুর উল্লেখ নেই। স্বাভাবিক কারণেই গেরুয়া পোশাকের জন্য এজেন্টকে বসতে না দেওয়ায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
advertisement
অপরদিকে, ওই কাকদ্বীপেরই ২৯ ও ৩০ নম্বর বুথে বেলা দশটার পর এসে বসেন। ওই এজেন্টের অভিযোগ, রাতভোর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকায় সন্ত্রাস চালানোয় আতঙ্কে আসতে পারেননি তিনি। তবে, শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বিজেপির এজেন্ট বসে দুই বুথে।
অপরদিকে, মহিষাদলের সুখলালপুরে তৃণমূল কর্মী ও ভোটারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে গাড়ি। ঘটনাস্থলে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আবার, খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে দলীয় প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ তুলেছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর সামনে কী করে এই ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।