রবিবার সকালে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পুলিশ জানিয়েছে মৃত এই যুবকের নাম শুভদীপ ঘোষাল(২১)।জানা গিয়েছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর শুভদীপ ভিন রাজ্যে কিছুদিনের জন্য কাজে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফের চলেও আসেন। তার বাবা কাশীনাথ ঘোষালের একটি ছোটখাটো স্টেশনারি দোকান আছে। আর্থিক ভাবেও অনটনে ছিল পরিবারটি। দোকানে যুবকটি বসতেন না।
advertisement
জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ ওই যুবক রাত জেগে মোবাইলে গেম খেলতেন আর দিনের বেলায় ঘুমাতেন। এমনকি ঘর থেকেই বেরোতেন না। কোনও কাজ কর্মও করতেন না। সারা দিন রাত শুধু মোবাইল নিয়েই বসে থাকতেন বলে জানান পরিবারের লোকজন। এই নিয়ে পরিবারেও নানান ভাবে ঝামেলা হত। পরিবারের আশংকা মোবাইল গেমেই আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।
গ্রামবাসী ও পরিবারের লোকজনের ধারণা মোবাইল গেমেই আসক্ত হয়ে অবসাদে ওই যুবক আত্মহত্যা করেছে। পরিবারের লোকজনই রবিবার সকালে তার দেহ দেখতে পান তারই ঘরে। শনিবার রাতে শুভদীপ খাওয়া দাওয়া সেরে অন্যদিনের মত নিজের ঘরে চলে যান। আর তার পরেই এই বিপত্তি।
এদিকে খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে হাজির হন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেন। কী ভাবে এই ঘটনা ঘটে গেল তা কেউই অনুমান করতে পারেননি। পাশাপাশি নতুন করে রহস্য দানাবেঁধেছে মৃতদেহের শরীরে ক্ষতচিহ্ন ঘিরে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।