TRENDING:

Bengal Election 2021, Phase 2: বাংলার মানুষের জন্য লিখলেন বাংলাতেই, রেকর্ড সংখ্যায় ভোট দানের অনুরোধ মোদির

Last Updated:

West Bengal Assembly Election 2021 Phase 2: দ্বিতীয় দফার ভোটের সকালে আর্জি মোদির, লিখলেন বাংলাতেই৷ একইভাবে অসমের মানুষের জন্য অহমিয়ায় রাখলেন ভোট দানের অনুরোধ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট পর্ব (West Bengal Assembly Election 2021 Phase 2)৷ বাংলা ও অসমে (Assam and Bengal Election) দ্বিতীয় দফা ভোট শুরুর প্রাক্কালে আবারও ট্যুইট করলেন দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi)৷ প্রথম দফা ভোটের মতো, এইবারও বাংলা ও অসমের ভোটারদের জন্য স্থানীয় ভাষা, অর্থাৎ বাংলা ও অহমিয়ার লিখলেন তিনি৷ অনুরোধ করলেন রেকর্ড সংখ্যায় ভোট দানের৷ প্রথম দফায় বাংলায় ৭৯.৭৯ শতাংশ ভোটদানের হার ছিল এবং অসমে ছিল ৭২.১৪ শতাংশ৷
advertisement

গত দফার ভোটে বাঁকুড়ায় ভোট পড়েছিল ৮০.০৩ শতাংশ, ঝাড়গ্রামে ৮০.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ এবং পুরুলিয়ায় ৭৭.১৩ শতাংশ৷

advertisement

আজ দ্বিতীয় দফার (Phase II Vote)ভোটে বাংলায় ভোট হচ্ছে ৩০টি আসনে। যার মধ্যে অবশ্যই হাই প্রোফাইল নন্দীগ্রামের (Nandigram) ভোট আজ৷ মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ কোনও রকম অশান্তি রুখতে নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করেছে কমিশন৷ নন্দীগ্রামে পোলিং বুথ ৩৫৫টি। এর মধ্যে প্রধান বুথ ২৭৮টি, অক্সিলিয়ারি বুথ ৭৭ টি। এর মধ্যে ২৬৭ টি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ১৫৬টি। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২৫৭ জন আর মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ৮৯৮ জন। ইতিমধ্যেই সব বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে শুধুমাত্র দুহাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে নন্দীগ্রামের জন্য। গোলমাল রুখতে থাকছে ২২টি ক্যুইক রেসপন্স টিমও।

advertisement

নন্দীগ্রাম ছাড়াও, পূর্ব মেদিনীপুরে রয়েছে তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, হলদিয়া-র মতো আসনগুলি। পাশাপাশি ভোট হবে পশ্চিম মেদিনীপুরের- খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুরেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

অন্যদিকে ২৭টি বিধানসভা আসনে ভোট হচ্ছে অসমে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021, Phase 2: বাংলার মানুষের জন্য লিখলেন বাংলাতেই, রেকর্ড সংখ্যায় ভোট দানের অনুরোধ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল