এ দিন প্রথমে নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাস্তার দু' পাশে সাধারণ মানুষের ভিড় দেখে আশ্বস্ত হন তিনি৷ একে কড়া নিরাপত্তার বলয় এবং ব্যস্ত সূচি, দুইয়ের জেরে সচারচর সাধারণ মানুষের ভিড়ে মিশতে দেখা যায় না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে৷ এ দিন অবশ্য অন্য ছবি দেখা গেল৷ রথ থেকে নেমে গাড়িতে স্থানীয় শিবমন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন এক বৃদ্ধা হাতজোড় করে দাঁড়িয়ে আছেন৷ তখনই আচমকা গাড়ি থেকে নেমে ওই বৃদ্ধার দিকে এগিয়ে যান তিনি৷ আশপাশে অপেক্ষারত অন্যান্য মানুষের দিকেও নমস্কার করে অভিবাদন জানান তিনি৷
advertisement
প্রবল গরমে যে যথেষ্ট কষ্ট হচ্ছিল, অমিত শাহকে তা দেখেই বোঝা যাচ্ছিল৷ গরমকে সামাল দিতে হাতে কলাপাতা নিয়ে শসা খেতেও দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে৷
শুধু মানুষের সঙ্গে মিশে যাওয়াই নয়, এর পর রেয়াপাড়ার শিবমন্দিরে গিয়ে প্রার্থনাও করেন অমিত শাহ৷ মন্দিরের পুরোহিত পরে বলেন, শুভেন্দু যাতে জেতেন সেই প্রার্থনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ শিব লিঙ্গে দুধও ঢেলেছেন তিনি৷ নন্দীগ্রামে সভা করার কথা থাকলেও এ দিন শেষ পর্যন্ত অবশ্য সেই কর্মসূচি বাতিল করেন শাহ৷ তবে যাওয়ার আগে বলে যান, নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু জিতলেই গোটা বাংলায় পরিবর্তন নিশ্চিত৷
Venkateshwar Lahiri