৫০০ তৃণমুল নেতা কর্মী ঘরছাড়া। ভোট দিতে পারলেন না। ময়না বিধানসভার বাকচা অঞ্চলের প্রায় ৯২ টি পরিবারের ৫০০ জন তৃণমূল নেতা, কর্মী, সমর্থক ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন। যাদের মধ্যে রয়েছেন বাকচা অঞ্চলের প্রধান, তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনারকে বারে বারে জানিয়েও এই ৯২টি পরিবারের ৫০০ জন তৃণমূল কর্মীকে ভোট দেওয়া ব্যবস্থা করানো হয়নি বলে অভিযোগ করেছেন ঘরছাড়া তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ঘরছাড়া তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, "আমরা ভোট দিতে যেতে চাই।কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা করছে না।" তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ ওই তৃণমুল নেতারা দীর্ঘ দিন ধরে এই বাকচা গ্রাম পঞ্চায়েতে সন্ত্রাস চালিয়েছে তাই এলাকায় ফিরতে পারছেন না।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2021 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: খোদ মমতার কেন্দ্রে ‘ঘরছাড়া’ ৫০০ তৃণমূল কর্মী, শাসকদলের নিশানায় কমিশন
