তবে এসবের মধ্যেই এবার একেবারে ভিন্ন ছবি ধরা পড়ল রাজ্যে। কেননা এবার মিড ডে মিলে কেবল ডাল, ভাত, ডিম নয়, মিড ডে মিলে দেওয়া হল সরষে ইলিশ। শুধু সরষে ইলিশ নয়, তার সঙ্গে আবার ছিল চিংড়ি পোস্ত। আবার যদি এখানেই শেষ তাও নয়, কেননা শেষ পাতে মিষ্টি মুখের জন্য রাখা হয়েছিল মুগের জিলিপি। এখন ভাবছেন কোথায় এমন আয়োজন?
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এক ব্লকের নাড়াজোল দুই চক্রের সামাট প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, এই সামাট প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন ছাত্রছাত্রীর আজ, বৃহস্পতিবার মিড ডে মিলে পাতে পড়ল সরষে ইলিশ, এছাড়াও আয়োজন করা হয়েছিল চিংড়ি পোস্ত খাবার শেষে মিষ্টি মুখের জন্য একটি করে মুগের জিলাপি।
আরও পড়ুন: আদিবাসীদের বড় উৎসব করম পুজো! জানেন সবাই, কিন্তু জানেন কী কেন এর হয় আয়োজন
বর্তমানে ইলিশ মাছের দাম ৭০০ টাকা কিলো, তবুও শিক্ষকদের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার অভিভাবক থেকে শুরু করে সকলে। শুধু খাওয়া দাওয়া নয়, লেখাপড়ার দিক দিয়েও জানা যায় এই সামাট স্কুল এলাকার মানুষের কাছে গর্ব। স্কুলের যে সমস্ত মিড ডে মিলের দিদিরা রান্না করেন আজকের দিনে তারা বাচ্চাদের পাতে ইলিশ রান্না করে দিতে পেরে বেজায় খুশি। যদি এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ প্রামাণিক বলেন, ছাত্রছাত্রীর তাদের সন্তানের সমতুল্য, তাই তাদের সকল শিক্ষকদের উদ্যোগে আয়োজন। এমনকি তাদের ভাল খাওয়ানোর জন্য মাঝেমধ্যে এলাকার সাধারণ মানুষও এগিয়ে আসেন।