অভিনব এই উদ্যোগটি নিয়েছে নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত মায়াপুরে নিদয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৫৫ জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন চারজন। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান মৈত্রেয়ী ঘোষ জানান, প্রতিদিন বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলে একই ধরনের ডাল ভাত তরকারি ডিম দিয়ে খাবার খায়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অভিনব এই পিঠেপুলি অনুষ্ঠানের মাধ্যমে মধ্যাহ্ন ভোজনে তারা খাবার মেনুতে এক নতুনত্ব অনুভূতি পাচ্ছে, এতে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক সকলেই খুশি হয়েছেন পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগে সবাই খুশি।
advertisement
আরও পড়ুন : রসগোল্লা ঘিরে ক্ষীরের প্রলেপের গায়ে পোস্ত মাখানো চিনি! মালদহের রসকদম্বের জিআই তকমার জন্য উদ্যোগ
বিদ্যালয়ের সহ-শিক্ষক প্রতাপচন্দ্র ঘোষ বলেন, ‘‘ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের সার্বিক উন্নতি ও আনন্দ দানের জন্য মাঝেমধ্যেই আমরা স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করি। যে কারণে স্কুলে আসার জন্য ছাত্র-ছাত্রীদের যেমন আগ্রহ বৃদ্ধি পায় তেমনি পড়াশোনার প্রতি তারা মনোযোগী হয়। এছাড়াও অভিভাবকরাও খুশি হন। ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী দিনেও আমরা এই ধরনের উদ্যোগ নেব।’’