আরও পড়ুন: প্রান্তিক মহিলাদের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে ‘সোহাগ’, শিলিগুড়ির পোশাক ব্র্যান্ডের দেশ জোড়া নাম
পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত লক্ষ্মীপুর পশ্চিম আটপাড়া এফপি স্কুলের পড়ুয়ারা রাস্তার কুকুর, ছাগলদের সঙ্গে বসেই মিড ডে মিল খাচ্ছে। এটা একদিনের নয়, রোজের পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। এছাড়াও ভগ্নপ্রায় ক্লাসরুমের মধ্যেই ঝুঁকিপূর্ণভাবে চলছে প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণি রছাত্র-ছাত্রীদের পড়াশোনা।
advertisement
স্কুলের এই বেহাল পরিবেশ প্রসঙ্গে শিক্ষক কৃষ্ণ গোপাল মণ্ডল জানান, তাঁরাও গোটা বিষয়টি নিয়ে আতঙ্কিত। ক্লাস রুমের দেওয়ালে ফাটল ধরেছে। স্কুলে বেশি ঘর নেই তাই একটা ঘরের মধ্যেই দুটো করে ক্লাস নিতে হচ্ছে। স্কুলে ক্লাস রয়েছে ছ’টা কিন্তু ঘর মাত্র চারটে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও ফল হয়নি বলে ওই শিক্ষক দাবি করেন।
স্কুলের যা বেহাল অবস্থা তাতে অভিভাবকরা ছেলেমেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন। এই প্রসঙ্গে চম্পা বিবি মল্লিক নামে এক অভিভাবক বলেন, এর আগেও স্কুলে মিটিং হয়েছিল। সেখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে এই সমস্যার কথা জানানো হয়। কিন্তু তারপরেও কোনও কাজের কাজ কিছুই হয়নি। এই পরিস্থিতিতে স্কুলে এসে সন্তানের যদি কোনও বিপদ ঘটে তবে তার দায় কে নেবে সেই প্রশ্ন তুলেছেন ওই অভিভাবক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে অভিভাবকদের অভিযোগ প্রসঙ্গে পূর্বস্থলী উত্তর চক্রের স্কুল পরিদর্শক উজ্জ্বল রায় জানান, সমস্ত বিষয় উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো আছে, অতি শীঘ্রই কাজ শুরু হবে। যদিও যতক্ষণ না কাজ শুরু হচ্ছে ততক্ষণ অভিভাবকদের চিন্তা দূর হবে না তা বলাই যায়।
বনোয়ারীলাল চৌধুরী





