দলুইবাজার হাটতলা গ্রাহক সেবা কেন্দ্র নামে এই কেন্দ্রটি রসুলপুর বৈদ্যডাঙ্গা মোড় এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার সাথে যুক্ত। এখান থেকে টাকা জমা লেনদেন করতেন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাহক।অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে বেপাত্তা হয়ে যায় ওই পরিষেবা কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তি। অভিযোগ, টাকা জমা বা তোলার সময় লিঙ্ক না থাকার অভিযোগে ওই ব্যক্তি কোনও রকম রসিদ দিতেন না। আর এই সুযোগেই লক্ষ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ গ্রাহকদের।
advertisement
আরও পড়ুন : মুসুর না মুগ-কোন ডাল খাবেন ব্লাড সুগারের রোগীরা? জানুন বিশেষজ্ঞের মত
মেমারি থানার পুলিশের কাছে ওই কেন্দ্রে টাকা জমা দিয়ে রেখে প্রতারিত হওয়ার অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ দেখান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। পরে পুলিশ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে। পাশাপাশি ব্যাঙ্কের তরফে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে মেমারি থানার পুলিশ। এরপরই কিরীটি বৈরাগ্য নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কত দিন ধরে ওই ব্যক্তি কত জনের সঙ্গে প্রতারণা করেছেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে অভিযুক্তকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রাহকদের টাকা আত্মসাৎ করে তা কোন কাজে লাগানো হয়েছে তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গ্রাহকদের অভিযোগ, অধিকাংশই সরল মনে ওই গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতেন। অভিযোগ, ইন্টারনেট সমস্যায় লিংক নেই জানিয়ে রসিদ দিতেন না ওই ব্যক্তি। সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছিল না বলে অভিযোগ। ওই সেবা কেন্দ্র বন্ধ হতে দেখেই টনক নড়ে সকলের। এর পরই অভিযোগ দায়ের করা হয়। তার পর তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
( আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F)