TRENDING:

Memari: বাবা-মার গলার নলি কেটে খুনের পর হেঁটেই চম্পট হুমায়ুনের, মেমারি থেকে কালনা হয়ে শান্তিপুর...মেমারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

মেমারিতে জোড়া খুনের ঘটনায় সামনে চাঞ্চল্যকর তথ্য। মা-বাবাকে খুনের পর বেশিরভাগ রাস্তা হেঁটে বনগাঁয় যায় হুমায়ুন। কখনও পণ্যবাহী গাড়িতে ওঠে। বুধবার ভোর তিনটে বেজে ২৫ মিনিট। মেমারি-সাতগাছিয়া রোড ধরে হেঁটে যাচ্ছে হুমায়ুন কবীর। মা-বাবাকে খুনের কিছুক্ষণ পর, এমনটাই ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেমারি: মেমারিতে জোড়া খুনের ঘটনায় সামনে চাঞ্চল্যকর তথ্য। মা-বাবাকে খুনের পর বেশিরভাগ রাস্তা হেঁটে বনগাঁয় যায় হুমায়ুন। কখনও পণ্যবাহী গাড়িতে ওঠে। বুধবার ভোর তিনটে বেজে ২৫ মিনিট। মেমারি-সাতগাছিয়া রোড ধরে হেঁটে যাচ্ছে হুমায়ুন কবীর। মা-বাবাকে খুনের কিছুক্ষণ পর, এমনটাই ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।
Memari Crime
Image: News18
Memari Crime Image: News18
advertisement

বুধবার ভোরে পূর্ব বর্ধমানের মেমারিতে মা-বাবার নলি কেটে খুন। তারপর সন্ধেয় উত্তর ২৪ পরগনার বনগাঁয় ছুরি নিয়ে হামলা। এতিমখানায় তাণ্ডব চালায় হুমায়ুন কবীর। এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে মেমারি থানার পুলিশ। তাদের দাবি, মা-বাবাকে খুনের আধ ঘণ্টার মধ্যে বড়ি ছাড়ে হুমায়ুন।

তারপর মেমারি থেকে প্রথমে কালনায় যায়। তারপর গঙ্গা পেরিয়ে পৌঁছয় নদিয়ার শান্তিপুরে। সেখান থেকে রানাঘাট হয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। বেশিরভাগ রাস্তা হেঁটেই গিয়েছিল হুমায়ুন। কখনও পণ্যবাহী গাড়িতে ওঠে

advertisement

মেমারির বিত্তশালী পরিবারের মেধাবী ছেলে হুমায়ুন। তার হাতেই মা-বাবা খুন। তদন্তকারীদের দাবি,হুমায়ুনের কাছে দু’টো মোবাইল ফোন ছিল। একটা কি প্যাড এবং অরেকটি অ্যান্ড্রয়েড। কি প্যাড মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। আগেই এই মোবাইল ফোনের সব তথ্য উড়িয়ে দেয় হুমায়ুন। অ্যান্ড্রয়েড ফোনের খোঁজ মেলেনি। ল্যাপটপ এবং ডেস্কটপ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ডেস্কটপের হার্ড ডিস্ক ডি কোড করা হয়েছে বলে দাবি পুলিশের

advertisement

কি প্যাড ফোনের তথ্য উধাও। এর আগে সোশাল মিডিয়া প্রোফাইল মুছে দেয় হুমায়ুন। তদন্তকারীদের দাবি, জেরায় হুমায়ুন জানিয়েছে,বনগাঁ থেকে ইছামতী পেরিয়ে বাংলাদেশ যাওয়ার ছক ছিল হুমায়ুনের। সেখানকার রোহিঙ্গাদের সঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল তার। বুধবার বনগাঁ বাসস্ট্যান্ডে হুমায়ুন বাংলাদেশ সীমান্তের দূরত্বও জানতে চেয়েছিল বলে দাবি স্থানীয়দের। শুক্রবার মেমারিতে হুমায়ুনের বাড়িতে যান ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari: বাবা-মার গলার নলি কেটে খুনের পর হেঁটেই চম্পট হুমায়ুনের, মেমারি থেকে কালনা হয়ে শান্তিপুর...মেমারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল