ফাইট কোনি ফাইট ৷ এবার হুগলির কোনি তৈরি।
বৈদ্যবাটীর বছর দশেকের মেহুলি ঘোষ। পঞ্চম শ্রেণির ছাত্রী মেহুলি ৷ মাত্র ৬ বছর বয়সেই জলে হাতেখড়ি।
তারপর থেকে জলেই দাপাদাপি। হুগলি জেলা থেকে এবার মোট তেরো জন, পুণেতে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। তাঁর মধ্যে বয়সে সবচেয়ে ছোট মেহুলি। সাব জুনিয়র বিভাগে বাংলার হয়ে ফাইট করবে হুগলির কোনি, মেহুলি।
advertisement
আরও পড়ুন: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রথমবর্ষের কলেজ ছাত্রী
পুণেতে যাওয়ার আগে আত্মবিশ্বাস ঝরে পড়ল পুঁচকের গলায় ৷ ‘‘পুনায় যাচ্ছি। চারটে ইভেন্টে অংশ নেব। চারটেতেই গোল্ড আনব। আগামী দিনে দেশের হয়েও সোনা আনব ৷’’
মেহুলির পরিবারও রয়েছে তার পাশে ৷ মা সঞ্চিতা ঘোষ বললেন, ‘‘ওর লক্ষ্যের প্রতি বাধা হয়ে দাঁড়াব না। এগিয়ে যাক। ও পারবে।’’
একরাশ স্বপ্ন নিয়ে জলে নামছে মেহুলি। জল থেকে সোনা তুলে আনাই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার মেচেদা স্টেশনে, ব্যাহত ট্রেন চলাচল