গতকাল, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতর এমন কারবার ফাঁস করে। এমন কারবার ফাঁস হওয়ার পর স্বাভাবিকভাবেই সুরাপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই ভাবছেন তাহলে তারা এতদিন যে মদ পান করছিলেন তা আদৌ আসল ছিল নাকি নকল! এবার জেনে নিন কোথায় ঘটল এমন ঘটনা?
আরও পড়ুন: তারাপীঠে নয়া নিয়ম, ব্যবসায়ীদের বড় সিদ্ধান্ত! না জানলে মহা সমস্যায় পড়তে হবে পর্যটকদের
advertisement
বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় হানা দেয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দফতর। গত কয়েক মাস ধরে গোপনে ডেবরার বাড়াগড় এলাকায় ১৬ নং জাতীয় পাশে বেআইনি ভাবে নকল মদ তৈরির সরঞ্জামের গোডাউন তৈরি করে চলছিল ব্যবসা। সেই গোডাউনের দুই জেলার আবগারি দফতরের যৌথ অভিযানে হাজার হাজার লিটার স্পিরিট উদ্ধার হয়। সেগুলি পরীক্ষা করার জন্য স্যাম্পাল কালেক্ট করে ল্যাবেও পাঠানো হয়েছে। গোডাউনে কর্মরত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বিরাট ষড়যন্ত্র? জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ! অবাক করা ঘটনা রাজ্যে
আবগারি দফতরের আধিকারিকদের হানার পর যা জানা যাচ্ছে তাতে ওই গোডাউনে নকল মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জড়ো করা হত এবং সেগুলি পরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হত। এখন কোথায় কোথায় এই সকল নকল মদ তৈরির সরঞ্জাম পাঠানো হত, পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত তাও খতিয়ে দেখার কাজ চালানো হচ্ছে।