TRENDING:

ভাল খবর: জঙ্গলমহলের গোয়ালডিহি গ্রামের প্রতিটি মানুষ নিজের নাম লিখতে পারবেন, দায়িত্ব নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ

Last Updated:

West Midnapore News:ঐতিহাসিক মেদিনীপুর কলেজ পিছিয়ে পড়া গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। এই গ্রামের আদিবাসী, লোধা শবর জনজাতির ছাত্রছাত্রীরা এরফলে অনেকখানি উপকৃত হবেন বলে আশাবাদী গ্রামবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: আগেই পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল শালবনীর পিছিয়ে পড়া আদিবাসী লোধা শবর অধ্যুষিত এলাকা গোয়ালডিহি গ্রামের সার্বিক উন্নয়ন ঘটিয়েছে জেলা প্রশাসন। মডেল গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছিল গোয়ালডিহি গ্রামকে। এবার সেই গ্রামের শিক্ষাদীক্ষার সম্পূর্ন দায়িত্ব নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ (অটোনোমাস)। কলেজের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান চলাকালীন এই সিদ্ধান্ত নেওয়া হয় কলেজের তরফে।
advertisement

আরও পড়ুন ভাল খবর: মেরুদন্ডের শেষে পায়ুদ্বারের উপরে জমেছিল পুঁজ-রক্ত, জটিল অস্ত্রোপচারে সাফল্য নবদ্বীপে

কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, শালবনীর অন্তর্গত গোয়ালডিহি গ্রাম। যে গ্রামে বসবাস আদিবাসী লোধা, শবর পারিবারের। পিছিয়ে পড়া এই জনজাতির ছেলে মেয়েরা স্কুল গেলেও করোনা পরিস্থিতির পর একে একে সকলেই স্কুল যাওয়া বন্ধ করে দেয় এবং সংসার ও পরিবারের অভাব মেটাতে বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায় এই গ্রামের ছেলে মেয়েরা। তাই জেলা প্রশাসনের ঘোষিত এই মডেল গ্রামকে সম্পূর্ণ স্বাক্ষর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ।

advertisement

অধ্যক্ষ গোপাল বেরা জানান, এই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করানো হবে। বিভিন্ন ধরণের শিক্ষা মূলক প্রশিক্ষন, কর্মশালা করা হবে। এছাড়াও এই গ্রামের ছাত্রছাত্রীদের শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে। শ্রী বেরা আরও বলেন, শালবনীর গোয়ালডিহি গ্রামের ছেলে মেয়েদের পূর্ণ স্বাক্ষর করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন Dengue and Malaria: ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে 'এই' জেলায়, আপনি কতটা চিন্তিত?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
আরও দেখুন

অন্যদিকে গোয়ালডিহি গ্রামের বাসিন্দা মৃণাল কোটাল বলেন, আমরা খুবই খুশি যে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ এই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। পিছিয়ে পড়া এই গ্রামের আদিবাসী, লোধা , শবর জনজাতির ছাত্রছাত্রীরা এরফলে অনেক খানি উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাল খবর: জঙ্গলমহলের গোয়ালডিহি গ্রামের প্রতিটি মানুষ নিজের নাম লিখতে পারবেন, দায়িত্ব নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল