পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লক স্বাস্থ্য দফতর। এদিন এলাকাতেই খোলা হয় অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। জ্বর আক্রান্তদের রক্ত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্য দফতরের একাধিক কর্মী গ্রাম ঘুরে দেখেন।
advertisement
নোংরা জায়গা পরিষ্কার রাখা, জমে থাকা জল সরানো, ও ডেঙ্গির লক্ষণ সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন তারা। একইসঙ্গে আক্রান্তদের পরিবারের খোঁজখবরও নেন স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘একসঙ্গে এতজন জ্বরে পড়ে যাওয়ায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এখন ক্যাম্প বসায় কিছুটা নিশ্চিন্ত হয়েছি’।
মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডেঙ্গি প্রতিরোধে দ্রুত উদ্যোগ নেওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া ফিরছে ধীরে ধীরে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে আগামী কয়েকদিন এলাকায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা অভিযানও চলবে বলে জানানো হয়েছে। গ্রামে জমে থাকা জল ও আবর্জনা অপসারণে স্থানীয় পঞ্চায়েতকে সাহায্যের হাত বাড়াতে অনুরোধ করা হয়েছে। সকলে মিলে সংক্রমণ রুখতে উদ্যোগী হলে, দ্রুতই জয়গ্রাম জ্বর আতঙ্ক থেকে মুক্ত হবে।






