নিহত শিশু অঙ্কিতা গোস্বামীর বাড়ি স্থানীয় শান্তিপুর বিদ্যাসাগর পল্লীতে৷ তার বাবা অর্ণব গোস্বামী পেশায় গাড়ি চালক। জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর আরও দু’জন শিশুর সঙ্গে পাড়ায় চিলড্রেন্স পার্কে খেলছিল পাঁচ বছরের এই শিশু৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, খেলতে খেলতে হঠাৎই অঙ্কিতা পড়ে যায় পার্কের পাশে রাখা ফুটন্ত গরম জলের কড়াইয়ে৷ উদ্ধারের পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তমলুকের হাসপাতালে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার শিশুটির মৃত্যু হয়। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে বিদ্যাসাগর পল্লীতে৷
advertisement
আরও পড়ুন : বাড়ছে উদ্বেগ, একদিনে সেঞ্চুরির দোরগোড়ায় করোনা আক্রান্তের সংখ্যা
আরও পড়ুন : এক সঙ্গে করোনা আক্রান্ত বেশ কয়েকজন চিকিৎসক, পরিষেবা ঘিরে বাড়ছে উদ্বেগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিলড্রেন্স পার্কের সামনে একটি মিষ্টির দোকান ফুটন্ত গরম জল ভর্তি ওই কড়াই রেখে দিয়েছিল পার্কের পাশে৷ মেচেদার ওই মিষ্টির দোকানের এই গাফিলতির জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ বৃহস্পতিবার অঙ্কিতার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে হাজির হয়ে ওই মিষ্টির দোকানে ভাঙচুর চালায়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মেচেদা এলাকায়।