আরও পড়ুন: SBI: এই ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে না ন্যূনতম ব্যালেন্স
পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেল সেতু ১৯৮২ সালে তৈরি হয়। দেখভালের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কিন্তু রক্ষণাবেক্ষণের করুণ দশা। ভেঙে পড়ছে ওভার ব্রিজের চাঙড়। উপর দিয়ে ভাঙা অংশ স্পষ্ট দেখা যাচ্ছে।
আরও পড়ুন: বাড়ি ফাঁকা রেখে অঞ্জলি নয়, পুজোয় চুরি ঠেকাতে কলকাতা পুলিশ যা যা বলছে...
advertisement
নিচেই হাওড়া খড়গপুর রেলে লাইন। ওভারব্রিজে উপর দিয়েই যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বর্ধমান, যেতে গেলে সড়ক পথে এই ওভারব্রিজের উপর দিয়েই যেতে হয়।
আরও পড়ুন: খাস কলকাতায় কল সেন্টার খুলে রমরমিয়ে চলছিল মাদক কারবার
রক্ষণাবেক্ষণের অভাবে শাল কাঠ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে সেতু। কিন্তু তবুও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
ওভারব্রিজে নিচেই মেছেদার সবজি বাজার। রেল সেতু সংস্কার না হলে যেকোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।