বাড়ি ফাঁকা রেখে অঞ্জলি নয়, পুজোয় চুরি ঠেকাতে কলকাতা পুলিশ যা যা বলছে...
Last Updated:
কলকাতা পুলিশের এ হেন আবেদনে প্রশ্ন উঠছে, তা হলে কি নাগরিকদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে? পুলিশ সেই দায়িত্ব নেবে না?
#কলকাতা: দুর্গাপুজোয় চুরি ঠেকাতে শহরবাসীকে একাধিক পরামর্শ দিল কলকাতা পুলিশ৷ একগুচ্ছ পরামর্শে কলকাতা পুলিশের সতর্কবার্তা, পুজোর সময় বাড়ি ফাঁকা করে অঞ্জলি দিতে যাবেন না৷ কলকাতা পুলিশের এই নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷
দুর্গা পুজোয় শহরে চুরির ঘটনা ঠেকাতে তত্পর কলকাতা৷ কারণ, পুজোয় বেশির ভাগ বাড়িই অনেকটা সময় ফাঁকা থাকে৷ তাই নাগরিকদেরই কিছু সচেতনতা রক্ষা করার আবেদন করা হয়েছে৷ এ ক্ষেত্রে কলকাতা পুলিশের আবেদন, অঞ্জলি দিতে সবাই মিলে চলে যাবেন না৷ বাড়ি ফাঁকা রেখে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়বেন না৷
কলকাতা পুলিশ আরও জানিয়েছে, নগদ টাকা ও গয়না বাড়িতে না রাখাই ভালো৷ একইসঙ্গে মজবুত করা দরকার জানলা ও গ্রিল৷ কলকাতা পুলিশের এ হেন আবেদনে প্রশ্ন উঠছে, তা হলে কি নাগরিকদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে? পুলিশ সেই দায়িত্ব নেবে না?
advertisement
advertisement
আরও ভিডিও: CCTV ফুটেজ: পুলিশটি দাঁড়িয়েছিলেন, লরিটি সজোরে মারল ধাক্কা! তারপর...
Location :
First Published :
September 27, 2018 6:23 PM IST