প্রসঙ্গত, দেশজুড়ে MBBS এর অ্যাডমিশনের ক্ষেত্রে NRI কোটা দুর্নীতির তদন্তে নেমে রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন, আর সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া। এই দুর্নীতি সামনে আসতেই গত কয়েক মাস যাবৎ তদন্ত শুরু হয়েছে দেশ জুড়ে। একাধিক প্রথম সারির মেডিক্যাল কলেজ থেকে প্রচুর পরিমাণে অভিযোগ সামনে আসে। সূত্রের খবর এই ধরণের ভুয়ো NRI কোটায় মেডিকেল কলেজে অ্যাডমিশন দুর্নীতির তদন্তেই রাজ্য জুড়ে তৎপর ইডি অভিযান।
advertisement
আরও পড়ুনঃ সুশান্ত ঘোষের উপরে হামলা কেন? বিহার থেকে গোয়েন্দাদের জালে স্কুটি চালক, এবারে আসল জট খুলবে?
চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মঙ্গলবার মেগা অভিযান ইডির। হলদিয়া, দুর্গাপুর, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে অভিযান চালাচ্ছে ইডি।
আরও পড়ুনঃ শীত পড়তেই ব্রকলি খাচ্ছেন? কারা পাতে রাখবেন, কারা মোটেই ছোঁবেন না? চিকিৎসকের মত জেনে কিনুন
সল্টলেকের BC 35 -ব্লকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের (কেপিসি) মালিকের আত্মীয় থাকেন। সেখানে সাতসকালে অভিযান চালায় ইডির তদন্তকারী দল। ইতিমধ্যেই সল্টলেক BC 35 ছাড়াও দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে চলে অভিযান। হলদিয়া, বজবজ এলাকায়, দুর্গাপুর IQ সিটি হাসপাতালেও পৌঁছেছে ইডির টিম। চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি হলদিয়ায় লক্ষ্মণ শেঠের মালিকানাধীন আই কেয়ার মেডিক্যাল কলেজের ভেতরে ঢুকে তদন্ত শুরু করেছে ইডির তদন্তকারী দল।